BRAKING NEWS

পঞ্চায়েত দখলের জন্য পৃথক স্থানে বিজেপি ও আইপিএফটির সংঘর্ষে আহত বহু, পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ শরিকি বিবাদ মিটে যাওয়া কোনও লক্ষন দেখা যাচ্ছে না৷ একই দিনে চারটি স্থানে শরিকি জামেলায় জোট সম্পর্কে উষ্ণতা আরোও বাড়িয়েছে৷ পঞ্চায়েতের দখলকে কেন্দ্র করে লেফুঙ্গা, আশারামবাড়ির বনবাজার এলাকা, কল্যাণপুরের উত্তর ঘিলাতলি এবং পূর্ব ঘিলাতলিতে বিজেপি ও আইপিএফটির ঝামেলায় দু-একটি স্থানে পরিস্থিতি সংঘর্ষের রূপ নিয়েছিলো৷ আশারামবাড়ি বন বাজারা পঞ্চায়েতে বিজেপি কর্মীদের আক্রমণে আইপিএফটি কর্মী নিশান তেলেঙ্গা গুরুতর আহত হয়েছেন৷ এরই প্রতিবাদে চার ঘন্টা রাস্তা অবরোধ করেছে আইপিএফটি৷ এদিকে লেফুঙ্গাতেও দুই দলের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ খবর পেয়ে আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা জিবি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যাপারে খবর নিয়েছেন৷

শরিক বিজেপি এবং আইপিএফটি-র মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়েছে৷ লেফুঙ্গা ব্লকে এদিন তালা ঝুলিয়ে দিয়েছেন আইপিএফটি কর্মীরা৷ গত কয়েকদিন ধরেই লেফুঙ্গা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল৷ মূলত, ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বদল নিয়েই আইপিএফটি অনমনীয় মনোভাব নিয়ে চলেছে৷ বিজেপি নেতাকে চেয়ারম্যান না করে তাদের নিজেদের দলের নেতাকে এই পদ দেওয়ার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল আইপিএফটি৷ এখন এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে৷ আধিকারিকদের কেউই পরিস্থিতি সামাল দিতে পারছেন না৷ ব্লক কার্যালয়ে ঢুকতে পারেননি কোনও কর্মী৷ বুধবার সকাল থেকে উত্তেজিত আইপিএফটি কর্মীরা ব্লক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন৷ তাতে উত্তেজনা আরও বৃদ্ধি  পায়৷ পরবর্তী সময়ে আইপিএফটি কর্মীরা ক্রমাম্বয়ে ভিলেজ কমিটির সবকটি কার্যালয়েও তালা ঝুলিয়ে দেন৷ প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার থেকে বিজেপি এবং আইপিএফটি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ হয়েছে বলে জানা গেছে৷ বুধবার সকাল থেকে এর বিস্তার ঘটেছে৷ সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ কয়েকটি স্থানে বুধবারও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে৷ এলাকায় অতিরিক্ত সুরক্ষা বাহিনী পাঠানো হয়েছে৷ জানা গেছে, বিজেপি এবং আইপিএফটির বেশ কয়েকজন সমর্থক সংঘর্ষে আহত হয়েছেন৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে৷

এদিন আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বনবাজার পঞ্চায়েতেও পঞ্চায়েত সদস্যদের নিয়ে তীব্র মতানৈক্য দেখা দিয়েছে বিজেপি ও আইপিএফটির মধ্যে৷ আইপিএফটি পঞ্চায়েত সদস্যদের ৭ জনের একটি তালিকা তৈরী করেছে৷ কিন্তু বিজেপি এই তালিকা মানতে রাজি নয়৷ এ নিয়ে আজ দুই দলের কর্মীদের মধ্যে তীব্র বাক্ বিতন্ডা শুরু হয়৷ তখন আইপিএফটি কর্মী নিশান তেলেঙ্গা ওই ঘটনাগুলি ক্যামেরা বন্দি করছিলেন৷ তাতে বিজেপি কর্মীরা তাকে প্রচন্ড মারধোর করে বলে অভিযোগ৷ গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই ঘটনার প্রতিবাদে আইপিএফটি কর্মীরা বনবাজার এলাকায় দুপুর ১২টা নাগাদ রাস্তা অবরোধ করেন৷ দীর্ঘ চার ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর প্রশাসনের পদস্থ আধিকারিকদের অনুরোধে আইপিএফটি পথ অবরোধ তুলে নেয়৷ কিন্তু এলাকায় পরিস্থিতি এখন থমথমে বলে স্থানীয় সূত্রে খবর৷

এদিকে কল্যাণপুরের উত্তর ঘিলাতলি এবং পূর্ব ঘিলাতলি পঞ্চায়েতেও আইপিএফটি কর্মীরা এদিন তালা ঝুলিয়ে দেন৷ জানা গেছে, পঞ্চায়েত সদস্য ৭ জনের মধ্যে ৫ জন আইপিএফটি থেকে বাঁছাই করার জন্য দাবি জানানো হয়েছিল৷ কিন্তু, বিজেপি আইপিএফটির এই দাবি মানতে রাজি নয়৷ এনিয়ে সকাল থেকে পঞ্চায়েতে তীব্র বাক্ বিতন্ডা হয় বিজেপি ও আইপিএফটি কর্মীদের মধ্যে৷ এক সময় উত্তেজিত হয়ে আইপিএফটি কর্মীরা দুটি পঞ্চায়েতেই তালা ঝুলিয়ে চলে যান৷ জানা গেছে, বিকেল পর্যন্ত তালা খুলেনি আইপিএফটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *