BRAKING NEWS

আজ রাজ্যে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ বৃহস্পতিবার দুদিনের রাজ্য সফরকালে দুটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ জানা গেছে, ওইদিন ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে রাজ্যে আসবেন রাষ্ট্রপতি৷ সকালে আগরতলা বিমানবন্দরে অবতরণ করে তিনি বিমান বাহিনীর হেলিকপ্ঢারে সোজা চলে যাবেন মন্দিরনগরী উদয়পুরে৷ সেখানে গিয়ে তিনি  ত্রিপুরেশ্বরী মায়ের পূজো দেবেন৷ তার পর যাবেন চার লেন বিশিষ্ট জাতীয় সড়কের শিলান্যাস করতে৷ এর পর সেখান থেকে তিনি আগরতলায় ফিরে আসবেন৷ উদয়পুরে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি৷ জানা গেছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগরতলায় ফিরে এসে রাজভবনে বিশ্রাম নিয়ে বিকেলে রবীন্দ্র ভবনে আয়োজিত নাগরিক সংবর্ধনা গ্রহণ করবেন৷ রাজভবনে রাত্রিযাপনের পর পরের দিন সকালে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবেন তিনি৷

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে৷ বৈঠকে রাষ্ট্রপতি সফরসূচি নিয়ে নানান বিষয়ে আলোচনা হয়৷ জানা গেছে, পশ্চিম ও উদয়পুরের গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রপতি এই দুদিনের সফর সাফল্যমণ্ডিত করতে নানান বিষয়ে আলোচনা হয়েছে৷ মহাকরণ সূত্রে জানা গেছে, আগামীকাল রাষ্ট্রপতির রাজ্য সফর নিয়ে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে৷ বুধবার দুপুরে সুরক্ষা বিশেষজ্ঞরা একটি হেলিকপ্ঢার নিয়ে গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন৷ উদয়পুরের চন্দ্রপুর স্টেডিয়ামে তৈরি করা হয়েছে দুটি হেলিপ্যাড৷ সব কিছু ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য মঙ্গলবার দুটি হেলিপ্যাডে পরীক্ষামূলকভাবে হেলিকপ্ঢার অবতরণ করে৷ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বায়ুসেনার জওয়ানরা সব খতিয়ে দেখেন বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *