BRAKING NEWS

সম্পর্ক ফর সমর্থন কর্মসূচীতে এবার রামদেবের সঙ্গে দেখা করলেন অমিত শাহ

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.) : কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৪ বছরপূর্তি উপলক্ষ্যে ‘সম্পর্ক ফর সমর্থন’ কর্মসূচী গ্রহণ করেছে বিজেপি। সেই উপলক্ষ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের সঙ্গে দেখা করেছেন বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহ। সোমবার সকালে এই উপলক্ষ্যে যোগগুরু বাবা রামদেবের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। বৈঠকে বিগত চার বছরে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সাফল্য এবং বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা যোগগুরু বাবা রামদেবের কাছে তুলে ধরেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

এদিন, এই বৈঠক অমিত শাহ বলেন, ‘২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার গড়ার সময় যারা আমাদের সমর্থন জানিয়েছিল তাদের সঙ্গে আমরা বৈঠক করছি। আমাদের কাজ এবং উদ্যোগগুলি তাদেরকে অবগত করাচ্ছি। ২০১৯ সালে নির্বাচনে তাদের সমর্থন আমরা চাইছি। বাবা রামদেবের সঙ্গে দেখা করা মানে কয়েক লক্ষ মানুষের (রামদেবের অনুগামী) সঙ্গে দেখা করার মতো। আগামী বছর নির্বাচনে তিনি আমাদের পূর্ণ সমর্থন করবেন বলে জানিয়েছেন।’

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং তাঁর সরকারের সাফল্যের প্রশংসা করে যোগগুরু বাবা রামদেব বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নতুন দিশার দিকে দেশ এগিয়ে যাচ্ছে। বিগত চার বছর ধরে আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আমাদের গর্বিত করেছে। বিজেপি নেতৃত্বাধীন সরকার জিএসটি মতো জনপ্রিয় কর ব্যবস্থা এনে আমাদের ‘কর সন্ত্রাস’ এর থেকে মুক্তি দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী এলপিজি সংযোগ দিয়ে ভারতীয় মায়েদের চোখের জল মুছিয়ে দিয়েছেন। বিগত ৭০ বছরে নরেন্দ্র মোদীই প্রথম প্রধানমন্ত্রী যাকে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ইসরায়েলের মতো শক্তিশালী দেশের নেতৃত্ব শ্রদ্ধা করে। এর আগে কোনও প্রধানমন্ত্রী এই ধরণের সমীহ পায়নি।

প্রসঙ্গত, গত ৩০ শে মে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সম্পর্ক ফর সমর্থন কর্মসূচী গ্রহণ করেন। সেই সূত্রে প্রাক্তন সেনাপ্রধান দলবীর সিং সুহাগ, ক্রিকেটার কপিল দেবের সঙ্গে দেখা করেন তিনি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচী তুলে ধরেন তিনি। আগামী দিনে প্রায় ৫০ জন কৃতীদের সঙ্গে দেখা করতে চান বিজেপির সভাপতি। ২০১৯ এর লোকসভা দিকে তাকিয়ে এই অভিনব উদ্যোগ নিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *