BRAKING NEWS

সিপিএমের পর কংগ্রেসও রাজ্যে খাদ্য সংকটের অভিযোগ আনল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷  রাজ্যের জনজাতিপ্রধান প্রত্যন্ত এলাকাগুলিতে তীব্র খাদ্যাভাবের অভিযোগ তুলেছে কংগ্রেস৷ এর আগে সিপিআইএমও অনুরূপ অভিযোগ তুলেছে৷ রাজ্যের প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে তীব্র খাদ্য সংকট বিরাজ করছে৷ অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে সমগ্র রাজ্য৷ রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলি থেকে খাদ্য সংগ্রহের জন্য অনেকেই ছুটোছুটি করছেন৷ ইতিমধ্যে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে ব্যাপক হারে পুরুষ বাংলাদেশ খাদ্য সংগ্রহের জন্য সীমান্তের ওপারে চলে গেছেন৷ ইতোপূর্বে রাজ্যে কখনও এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি৷ গোপাল রায় আরও বলেন, রাজ্যে কোনও সরকার আছে বলে মনে হচ্ছে না৷ সরকারের কার্যকলাপ জনগণের পক্ষে সহায়ক বলেও মনে করছেন না তাঁরা৷ একইসঙ্গে শাসকদলের অন্তর্র্কেন্দলের প্রভাব পড়েছে জনগণের উপর৷ বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর দলের সভাপতি পদ নিয়ে মারপিট চলছে৷ এ ধরনের দায়িত্বজ্ঞানহীন সরকার এর আগে রাজ্য দেখেনি৷ উল্লেখ করা যেতে পারে, রাজ্যের খাদ্যাভাব নিয়ে সিপিআইএম নেতা তথা সংসদ জিতেন্দ্র চৌধুরী শনিবার রাতে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ তিনি বলেন, প্রত্যন্ত জনজাতিপ্রধান এলাকায় তীব্র খাদ্য সংকট চলছে৷ গন্ডাছড়া, ডুম্বরনগর প্রভৃতি এলাকা থেকে অন্তত ৬০০ জন পুরুষ খাবারের সন্ধানে বাংলাদেশে চলে গেছেন৷ পাহাড়ে কাজ নেই৷ খাবারও নেই৷ অস্থির পরিস্থিতি বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *