BRAKING NEWS

ব্যালটের মাধ্যমে ভোট হলে গণতন্ত্র শক্তিশালী হবে : অখিলেশ যাদব

লখনউ, ২৯ মে (হি.স.): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোট করানো নিয়ে প্রশ্ন তুললেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সামজবাদী পার্টি (সপা)-র নেতা অখিলেশ যাদব| মুলায়ম পুত্র-অখিলেশের মতে, ইভিএম দিয়ে ভোট করানো হলে, বিপদে পড়বে গণতন্ত্রই| শাসক এবং বিরোধী, দুই শিবিরের কাছেই অত্যন্ত ত্যাত্পর্যপূর্ণ ছিল সোমবারের উপনির্বাচন| কিন্তু, অধিকাংশ রাজ্যতেই নজিরবিহীন ভাবে অভিযোগ ওঠে ইভিএম নিয়ে| উত্তর প্রদেশের দু’টি লোকসভা কেন্দ্র কৈরানা এবং নুরপুরে সোমবার উপনির্বাচন ছিল| অভিযোগ, দু’টি কেন্দ্রের তিনশোরও বেশি ৱুথে ইভিএম ঠিক ভাবে কাজ করেনি|
উপনির্বাচনের ঠিক একদিন পর, মঙ্গলবার ইভিএম দিয়ে ভোট করানো নিয়ে প্রশ্ন তুললেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব| অখিলেশ যাদব এদিন বলেছেন, ‘বিভিন্ন এলাকায় ইভিএম সংক্রান্ত অভিযোগ ছিল| আসন্ন সমস্ত নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট করানোর দাবি জানাচ্ছি আমরা| ব্যালটের মাধ্যমে ভোট হলে গণতন্ত্র শক্তিশালী হবে|’ পাশাপাশি সোমবারের ইভিএম বিভ্রাট প্রসঙ্গে অখিলেশ বলেছেন, ‘আমি আশা রাখবো, যে সমস্ত এলাকার ইভিএম গুলিতে ত্রুটি ছিল সেখানকার মানুষদের পুনরায় ভোটদানের সুযোগ দেওয়া হবে|’ এখানেই শেষ নয়, আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দীতা করবো|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *