BRAKING NEWS

পুলওয়ামায় সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলা, মৃত্যু জওয়ান সহ দু’জনের

শ্রীনগর, ২৮ মে (হি.স.): মধ্যরাতে জঙ্গি হামলায় আতঙ্ক বিরাজমান দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায়| আচমকা জঙ্গি হামলায় অকালেই প্রাণ হারালেন সেনাবাহিনীর একজন জওয়ান| এছাড়াও মৃত্যু হয়েছে পেশায় ট্যাক্সি চালক একজন সাধারণ নাগরিকের| পুলওয়ামার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মহম্মদ আসলাম চৌধুরী জানিয়েছেন, রবিবার মধ্যরাতে পুলওয়ামা জেলার কাকাপোরা এলাকায় অবস্থিত সেনাবাহিনীর ৫০ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে হামলা চালায় একদল সন্ত্রাসবাদী| আচমকা হামলায় মৃত্যু হয়েছে একজন সেনা জওয়ানের| এছাড়াও জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন একজন সাধারণ নাগরিক| পুলিশ সূত্রের খবর, মৃত ওই নাগরিকের নাম হল, বিলাল আহমেদ গানাই| পেশায় ট্যাক্সি চালক বিলালের বাড়ি পুলওয়ামা জেলাতেই| এছাড়াও আরও একজন নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, রবিবার মধ্যরাতে পুলওয়ামা জেলার কাকাপোরা এলাকায় অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালায় একদল সন্ত্রাসবাদী| আচমকা হামলায় গুরুতর জখম হন সিপাই বিক্রম সিং, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয়| এছাড়াও জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন একজন সাধারণ নাগরিক| পাল্টা জবাবে গুলি চালায় ভারতীয় জওয়ানরাও| এরপরই রাতের অন্ধকারের সুযোগে সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়| হামলাকারী জঙ্গিদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে| এদিকে, জঙ্গি হামলার পরই ওই এলাকায় আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *