BRAKING NEWS

ত্রিপুরার মানুষ স্বেচ্ছায রক্তদানের মানসিকতায অন্যান্য রাজ্যের তুলনায এগিযে ঃ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ ত্রিপুরার মানুষ স্বেচ্ছায় রক্তদানের মানসিকতায় অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন৷ এই রাজ্যের গ্রাম গঞ্জে এমনকি পাহাড়ের মানুষদেরও রক্তদানের মহৎ মানসিকতা রয়েছে৷ আজ কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তরুণ সংঘ ও ভৌমিক পলি ক্লিনিক এন্ড নার্সিং হোম আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রক্তদান শিবির করার জন্য মুখ্যমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ত্রিপুরায় বিভিন্ন সামাজিক সংস্তা ও ক্লাব বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছে৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তরুণ সংঘের সামাজিক কাজকর্মের প্রশংসা করে বলেন, সমাজ এই ধরনের কাজের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ এবং নিজেকে উদ্ভাসিত করা৷ কারণ রক্তদান কতটা অপরিহার্য্য বা কোন ব্যক্তির জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা তিনি ব্যক্তিগত জীবনে প্রত্যক্ষ করেছেন বলে মুখ্যমন্ত্রী অভিমত প্রকাশ করেন৷
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের হাসপাতালগুলিতে বিগত দুই মাসের মধ্যে রক্তের স্বল্পতা লক্ষ্য করা গেছে৷ সেই রক্ত স্বল্পতার নিরিখে এই রক্তদান শিবির আয়োজনের গুরুত্ব রয়েছে৷ মুখ্যমন্ত্রী প্রত্যেক ব্যক্তিকে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে সমাজে নিজেদের মানসিকতার পরিচয় প্রকাশের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, কম সময়ের মধ্যে ত্রিপুরাকে উন্নত রাজ্য হিসেবে গড়ে তোলার যে লক্ষ্যে রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছে সরকার সেই দিশাতেই কাজ করে চলেছে৷ ইতিমধ্যে রাজ্য সরকার রাজ্যের উন্নয়ন, নেশামুক্ত রাজ্য গড়া, নিয়োগ নীতিতে স্বচ্ছতা নিয়ে আসা, রাজ্য পুলিশে মহিলাদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষণ করার উপর বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে তিনি জানান৷
ত্রিপুরায় সমাজদ্রোহী কর্মকলাপের ক্ষেত্রে রাজ্যসরকার কোন ধরনের আপস করবেনা বলেও মুখ্যমন্ত্রী জানান৷ এই ক্ষেত্রে সকলের সহযোগিতা তিনি কামনা করেন৷ তিনি বলেন, বন্যার ফলে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ণ হওয়ায় যে দীর্ঘ দিনের সমস্যা রয়েছে তা নিরসনের ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এই ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন৷
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিহনা, ত্রিপুরা বিধানসভার সদস্য বিধায়ক রতন চক্রবর্তী৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা চেম্বার অফ কমার্স এর সভাপতি মতিলাল দেবনাথ৷ স্বাগত বক্তব্য রাখেন তরুণ সংগের সভাপতি কুমার সিনহা৷ উল্লেখ্য, এই রক্তদান অনুষ্ঠানে তরুণ সংঘের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ হাজার টাকা দান করা হয়৷ পরে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন এবং মহিলা রক্তদাতাদের সাথে কথা বলেন৷ উল্লেখ্য এই রক্তদান শিবিরে মোট ৩২ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *