BRAKING NEWS

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল, প্রথম হয়েছেন গাজিয়াবাদের মেঘনা শ্রীবাস্তব

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল| শনিবার দুপুরে প্রকাশিত হল ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল| সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৮৩.০১ শতাংশ| শীর্ষ তিনটি রিজিওন হল যথাক্রমে, কেরলের ত্রিবান্দ্রম (৯৭.৩২ শতাংশ), তামিলনাড়ুর রাজধানী চেন্নাই (৯৩.৮৭ শতাংশ) এবং দিল্লি (৮৯ শতাংশ)| সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় গোটা দেশের মধ্যে প্রথম হয়েছেন উত্তর প্রদেশের গাজিয়াবাদের মেঘনা শ্রীবাস্তব| মেঘনা শ্রীবাস্তব ৫০০-র মধ্যে ৪৯৯ মার্কস পেয়ে গোটা দেশের মধ্যে প্রথম হয়েছেন|
সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in. এবং cbse.nic.in থেকে| প্রসঙ্গত, সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নফাঁসের জেরে পুনরায় নেওয়া হয়েছিল পরীক্ষা| দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হয়েছিল ৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত| প্রশ্নফাঁসের জেরে অর্থনীতির পরীক্ষা পুনরায় নেওয়া হয়েছিল গত ২৫ এপ্রিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *