BRAKING NEWS

লোক দেখানো তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়ের, সমাবর্তন কেলেংকারীর বলির পাঁঠা করা হল হিন্দী অধ্যাপককে, মূল পান্ডারা অধরাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে ৷৷ সমাবর্তন কেলেংকারীতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের হিন্দি অধ্যাপককে বলির পাঁঠা করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীকে অপমান করার দায়ে এক সহকারী অধ্যাপক জয় কুশলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে৷ সংশ্লিষ্ট ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লোক দেখানো তদন্ত কমিটিও গঠন করেছে৷ তবে, মূল পান্ডারার অধরাই রয়ে গেছেন৷

ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছর পর অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছে৷ তাতে রীতিমতো স্তম্ভিত রাজ্যের শিক্ষাজগত৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে রিপোর্ট গেছে৷ এই ঘটনার জেরে, একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে সংগঠিত বিভিন্ন কেলেঙ্কারির বিষয়গুলিও এখন মাথাচাড়া দিয়ে উঠছে৷ এই অবস্থায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারও অস্বস্তির বাতাবরণ বিরাজ করছে৷ তড়িঘড়ি গৃহীত সহকারী অধ্যাপক জয় কুশলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে৷ সংশ্লিষ্ট ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে৷ তবে, এই তদন্ত কমিটি যে স্রেফ লোক দেখানো, তা মনে করছেন বিশ্ববিদ্যালয়ের একাংশ অধ্যাপক৷

সূত্রের খবর, বহু কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত উপাচার্য ডঃ অঞ্জনকুমার ঘোষ রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী রতনলাল নাথের কাছে সংশ্লিষ্ট বিষয়ে ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন৷ এদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  যে তদন্ত কমিটি গঠন করেছে তাতে আদৌ কোন কিনারা হবে কিনা, সেই প্রশ্ণ উঠছে৷ কারণ, ঘটনার পেছনে বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদাধিকারীরা যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে৷ উচ্চ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিষয়টি পরিকল্পনামাফিক করা হয়েছে বলে অভিযোগ করেছেন৷ পূর্বে রচিত ষড়যন্ত্র মোতাবিক এমনটা হয়েছে৷ এই ঘটনার মাধ্যমে রাজ্যের জনগণকে অপমানিত করা হয়েছে৷ তিনি রাজ্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷

এদিকে জানা গেছে, যে অধ্যাপক রতনলাল নাথের ভাষণদানকালে তাঁর হাতে ভাষণ বন্ধ করার জন্য চিরকুট ধরিয়ে দিয়েছিলেন সেই সহকারী অধ্যাপক জয় কুশল স্বেচ্ছায় এই কাজ করেননি৷ তাঁর উপর নির্দেশ ছিল কর্তৃপক্ষের৷ এই অবস্থায় কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ৷ তবে ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়েও অস্থিরতা চরমে উঠেছে৷ আগামী কয়েক দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সাম্প্রতিককালে কেলেঙ্কারি বিভিন্ন বিষয়গুলি নিয়ে নতুন করে তৎপরতা শুরু হবে বলেও ধারণা করা হচ্ছে৷ এদিকে, প্রবীণ নাগরিকদের এক মঞ্চ বৃহস্পতিবার রাজ্যপালের সাথে দেখা সমাবর্তনে ঘটে যাওয়া কলংজনক ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *