BRAKING NEWS

দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট ৩০ ও ৩১ মে, প্রভাব পড়বে এটিএম পরিষেবাতেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ বেতনভাতা বৃদ্ধির দাবি কোনভাবেই পাত্তা দিচ্ছে না মালিক পক্ষ৷ এমনকি, কেন্দ্রীয় সরকারও ব্যাঙ্ক কর্মীদের দাবী পূরণে সহযোগিতা করছে না৷ তাই, আগামী  ৩০ ও ৩১ মে ধর্মঘটে যাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা৷ সারা দেশের দশ লক্ষাধিক কর্মী ওই ধর্মঘটে সামিল হবেন৷ ব্যহত হবে এটিএম পরিষেবাও৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের পক্ষ থেকে একথা জানানো হয়েছে৷ ফোরামের বক্তব্য, হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছেন শিল্পপতিরা, তাতে কোন হেলদোল নেই কারোর৷ কিন্তু, ব্যাঙ্ক কর্মীদের বেতনভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়া হচ্ছে৷ এক্ষেত্রে যুক্তি দেখানো হচ্ছে, ব্যাঙ্ক এখন লোকসানে চলছে৷

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, গত ১৫ মে থেকে এই ধর্মঘটের প্রস্তুতি শুরু হয়েছে৷ প্রতিদিন ব্যাঙ্ক চত্বরে মধ্যাহ্ণ ভোজনের সময়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে৷ সংগঠনের সম্পাদক জানিয়েছেন, ব্যাঙ্কের মালিক পক্ষদের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্ক এসোসিয়েশনের সাথে গত ৫ মে দাবিগুলি নিয়ে বৈঠক হয়েছে৷ তাতে, ২ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষের সংগঠন৷ তাঁদের বক্তব্য, এর বেশি বৃদ্ধি সম্ভব নয়, কারণ ব্যাঙ্কগুলি এখন লোকসানে চলছে৷ তাই তাঁদের প্রস্তাবে সম্মত হয়নি ফোরাম৷ ফোরামের বক্তব্য, এবিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথেও দেখা করা হয়েছে৷ কিন্তু, কোন ইতিবাচক সাড়া মিলেনি৷ তাই, আগামী ৩০ ও ৩১ মে ধর্মঘট পালন করা হবে সারা দেশে৷ ওইদিন দশ লক্ষাধিক ব্যাঙ্ক কর্মী ধর্মঘটে অংশ নেবেন৷ তাতে, প্রভাব পড়বে এটিএম পরিষেবাতেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *