BRAKING NEWS

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই প্রার্থী দেবে সমাজবাদী পার্টি

লখনউ, ২৩ মে (হি.স.) : মধ্যপ্রদেশের ২৩০টি বিধানসভা আসনেই লড়াইয়ের জন্য প্রস্তুত সমাজবাদী পার্টি। মূলত উত্তরপ্রদেশের দল হিসেবে পরিচিতি থাকলেও সদ্য সমাপ্ত গুজরাট এবং কর্ণাটক বিধানসভা নির্বাচনে লড়তে দেখা গিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে। ওই দুই রাজ্যের বিধানসভায় নির্বাচনে চূড়ান্ত ভাবে পর্যদুস্ত হলেও হাল ছাড়তে রাজি নন তিনি। তাই দলীয় সূত্রে খবর, চলিত বছরের শেষ দিকে অনুষ্ঠিত মধ্যপ্রদেশ বিধানসভা নির্বচনে সবকটি আসনে লড়াই করবেন সমাজবাদী পার্টি।

এই প্রসঙ্গে দলীয় মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানিয়েছেন, সম্প্রতি তিন দিনের সফরে মধ্যপ্রদেশে গিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সিদনি এবং সাতনা জেলায় কয়েকটি সভা করেন তিনি। তখনই অখিলেশ যাদব এই সিদ্ধান্ত নেন যে সবকটি আসনেই লড়াই করবে তার দল। গোটা রাজ্যজুড়ে এবার ছুটবে সাইকেল(সমাজবাদী পার্টির দলীয় প্রতীক)। ১৫ বছর ধরে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে কোনও রকমের উন্নতি হয়নি।

প্রসঙ্গত, গুজরাট বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনে ৫ টি আসনে প্রার্থী দিয়েছিল সমাজবাদী পার্টি। কর্ণাটকে ২৪ টি আসনে প্রার্থী দিয়েছিল তারা। সবকটি আসনেই পরাজয় হয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *