BRAKING NEWS

ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়ণ করতে হবে, দাবি অরবিন্দ রাজভরে

চান্দৌলি, ২২ মে (হি.স.) : গোটা দেশজুড়ে যেভাবে মহিলা এবং নাবালিকাদের প্রতি হওয়া অপরাধের পরিমাণ বেড়ে চলেছে তাতে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা অরবিন্দ রাজভর। এক জনসভা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘যারা মহিলা এবং নাবালিকাদের গায়ে অশালীন ভাবে হাত দেবে তাদের হাত আমি কেটে ফেলবো। নোংরা মানসিকতার এই মানুষদের বিরুদ্ধে আর শুধুমাত্র সরব এবং এফআইআর দায়ের করলেই চলবে না। বিদেশি রাষ্ট্রগুলির মতো আমাদের কঠোর আইন প্রনয়ণ করতে হবে। যাতে করে তাদের ফাঁসিকাঠে ঝোলানো যায়।’
জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বলেন, ‘এই ধরণের অপরাধের বাড়বাড়ন্ত রুখতে তিনি(প্রধানমন্ত্রী) নতুন আইন প্রনয়ণ করেছেন। যা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। এই আইন অনুসারে দোষীকে ফাঁস সাজা দেওয়া হবে।’
অন্যদিকে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা তথা রাজ্যের মন্ত্রী ওম প্রকাশ রাজভরকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর জন্য জনসভায় উপস্থিত সাধারণ মানুষের কাছে আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, কাঠুয়া, উন্নাও গণধর্ষণ কাণ্ড গোটা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকারও কঠোর আইন প্রনয়ণ করেছেন কিন্তু তার পরেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *