BRAKING NEWS

কংগ্রেসে সাংগঠনিক রদবদল, হিমাচলপ্রদেশের দায়িত্বে রজনী পাটিল

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনের পরেই দলের সাংগঠনিক রদবদল করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার জেরে হিমাচলপ্রদেশে দায়িত্ব দেওয়া হল রাজ্যসভার প্রাক্তন সাংসদ রজনী পাটিলকে। এতদিন পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুশীল কুমার শিন্ডে। কিন্তু, আর এই পদে থাকতে চাইছেন না সুশীল কুমার শিন্ডে। তাই কংগ্রেসের তরফ থেকে তাকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গুজরাটের দায়িত্বে থাকবেন এআইসিসি দুই সম্পাদক জিতেন্দ্র বাঘেল এবং বিশ্বরঞ্জন মোহান্তি। গুজরাটে কংগ্রেসের যাবতীয় কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করবেন এই দুই নেতা।
প্রসঙ্গত, হিমাচল প্রদেশে বিজেপির কাছে হেরে গেলেও গুজরাটে বিজেপিকে জোর টক্কর দিয়েছে কংগ্রেস। বিহারে দলের কার্যকারিতা দেখবেন বিরেন্দ্র সিং রাঠোর এবং রাজেশ লিলোথিয়া। বিহারের দলের হাল ফেরানোর জন্য এই দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সংখ্যালঘু সেলের দায়িত্বে এতদিন ছিলেন খুশিদ আহমেদ সইদ। তার জায়গায় দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে নাদিম জাভেদ। কর্ণাটকে বিজেপিকে রুখে দিয়ে এখন রীতিমতো চাঙ্গা কংগ্রেস। আর এই সুযোগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করার জন্য এখন থেকেই সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *