BRAKING NEWS

জেল থেকে মুক্ত মালয়েশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

কুয়ালা লামপুর, ১৬ মে (হি.স.) : জেল থেকে মুক্তি পেলেন মালয়েশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁর মুক্তির ফলে মালয়েশিয়ার রাজনীতিতে তাঁর সক্রিয়ভাবে ফিরে আসার প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে থাকল বলে জানা গিয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। মুক্তির পর হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পারতুয়ান আগং আগেই প্রধানমন্ত্রীর মাধ্যমে আনোয়ার ইব্রাহিমকে কারা মুক্তির পর সাক্ষাতের জন্য রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছিলেন।

মঙ্গলবার জেল থেকে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রাজপ্রাসাদে রাজা ইয়াং ডি-পারতুয়ান আগং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা আগেই জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী ও আনোয়ার ইব্রাহিমের স্ত্রী আজিজাহ ওয়ান ইসমাইল। রাজা ইয়াং ডি-পারতুয়ান আগং মঙ্গলবার তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এরপর এ বিষয়ে সরকারের সাধারণ ক্ষমা বিষয়ক বোর্ডের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক স্থগিত করা হয় বুধবার সকাল পর্যন্ত। বুধবার সকালে বৈঠকে রাজা ক্ষমা নিয়ে আলোচনার পর আনোয়ারকে মুক্তি দেওয়া হয়। আনোয়ার ইব্রাহিম রাজধানী কুয়ালালামপুরে ছেরাস রিহ্যাবিলিটেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার কাঁধে একটি অপারেশন হয়েছে। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে ওঠেন।

উল্লেখ্য, সমকামিতার অভিযোগে আনোয়ার ইব্রাহিম ২০১৫ সাল থেকে জেলে ছিলেন। এ বিষয়ে রাজা ইয়াং ডি-পারতুয়ান আগংয়ের অফিস থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, আনোয়ার ইব্রাহিমের মুক্তির সব বিষয়ে সন্তুষ্ট তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *