BRAKING NEWS

বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার ৯,৭৪৬টি ভোটার কার্ড, তদন্তে নির্বাচন কমিশন

বেঙ্গালুরু, ৯ মে (হি.স.): আগামী ১২ মে কর্নাটক বিধানসভা নির্বাচন| আর মাত্র দু’দিনের অপেক্ষা, কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ঘটনা প্রকাশ্যে এল বেঙ্গালুরুতে|মঙ্গলবার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রায় ৯,৭৪৬টি ভোটার কার্ড| এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন| মঙ্গলবারই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়,বেঙ্গালুরুর রাজারাজেশ্বরীনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জালাহালি এলাকার, এসএলভি পার্ক ভিউ অ্যাপার্টমেন্টের ১১৫ নম্বর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৯,৭৪৬টি ভোটার কার্ড| মঙ্গলবার মধ্যরাতে এই খবর জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জীব কুমার জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর দেখা গিয়েছে, এই ৯,৭৪৬টি ভোটার কার্ড প্রকৃত ভোটারদেরই| তবে, তদন্তের পরই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে| ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে পাঁচটি ল্যাটটপ ও একটি প্রিন্টার|

মধ্যরাতে বড়সড় এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক লড়াই শুরু হয়ে গিয়েছে| ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, কংগ্রেসের এক বিধায়কের সঙ্গে ওই অ্যাপার্টমেন্টের সংযোগ রয়েছে| কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে জানিয়েছেন, ভোটে রিগিং করতে চাইছে কংগ্রেস| তবে, এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে কর্নাটক কংগ্রেস| বুধবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, ‘নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে দেখবে| এ বিষয়ে আমি কিছুই বলতে চাই না|’ সিদ্দারামাইয়া আরও জানিয়েছেন, ‘বিজেপি সরকার বরাবরই কংগ্রেসের উপর নজরদারি চালাচ্ছে| এই নিয়ে ১২ বার আমি নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছি, কিন্তু এই প্রথমবার নির্বাচনের মুখে অভিযান চালানো হল|তাঁরা সরকারে থেকে অপব্যবহার করছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *