BRAKING NEWS

বৃষ্টিতেই তছনছ আঙ্কারার মামাক জেলা

আঙ্কারা (টার্কি), ৬ মে (হি.স.) : মাত্র নয় মিনিটের বৃষ্টিতেই তছনছ হয়ে গেল গোটা এলাকা। জলের তোড়ে ভেসে গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশিরভাগ গাড়ি। ঘটনাটি ঘটেছে টার্কির আঙ্কারার মামাক জেলার। পূর্বাভাস অনুসারে, স্থানীয় সময় শনিবার বিকেলে তিন ঘণ্টা বৃষ্টি হওয়ার কথা ছিল। তবে তিন ঘণ্টার পরিবর্তে বৃষ্টি হল মাত্র ন’মিনিট। কিন্তু, তাতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হল এলাকায়।
জলের তোড়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গাড়ি ও ট্রাকগুলি ভেসে যায়। জলের হাত থেকে বাঁচতে অনেকেই গাড়ির বনেটের উপর উঠে পড়েন। কিন্তু জলের তোড়ে গাড়ির সঙ্গে সঙ্গে তারাও ভেসে যান।
বন্যা পরিস্থিতির তৈরি হওয়ায় ব্যবসার প্রচুর ক্ষতি হয়েছে। আহত হয়েছেন চার জন। প্রায় ১৬০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আঙ্কারার মেয়র মুস্তাফা টুনা বলেন, “এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আগে কখনও দেখিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *