BRAKING NEWS

কর্ণাটক নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা বিজেপি বিধায়কের

লখনউ, ৬ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাভারতের কৃষ্ণের সঙ্গে তুলনা করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। রবিবার উত্তরপ্রদেশের বালিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, ‘রাজনৈতিক ধর্মযুদ্ধ হবে। কৃষ্ণের ভূমিকায় থাকবেন মোদীজি আর কৌরবদের পক্ষে থাকবে রাহুলজি বা মায়াবতী বা লালুজি। একদিকে নৈতিকতা লড়বে আরেক দিকে মানুষদের দমনকারীরা লড়বে। এখনকার দিনে নির্বাচনের যা স্বরূপ দেখা যাচ্ছে তাতে যে অত্যাচারী, দুর্নীতিগ্রস্ত তারা জোটবদ্ধ হয়েছে অন্যদিকে যারা সৎ রাজনীতি করছে তারা মোদীজির নেতৃত্বে লড়াই করবে। আগামী ২০১৯ এর লোকসভা নির্বাচন বিজেপি জিতবে।’
প্রসঙ্গত, গোটা দেশে অবিজেপি আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ করতে চাইছে কংগ্রেস। অন্যদিকে ফেডারেল ফ্রন্টের নামে বাংলার মুখ্যমন্ত্রীও সরব হয়ে উঠেছেন। বসে নেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীও তিনিও কলকাঠি নাড়ছেন। পাশপাশি ফুলপুর, গোরখপুরে লোকসভা উপনির্বাচনে বসপা ও সপার মধ্যে আসন সমঝোতা হয়েছে। এইমসে লালুর সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী। এমন পরিস্থিতিতে বিজেপি বিধায়কের এই মন্তব্যে গুরুত্ব সুদূর প্রসারী।
অন্যদিকে, এদিন কর্ণাটকের জামাকহান্ডিতে বক্তব্য রাখতে প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ আছেন যারা দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা করতে অস্বস্তিবোধ করে। কংগ্রেসের এমন দেউলিয়া অবস্থা যে তাদের নেতা এমন একজনের কাছ থেকে আর্শীবাদ নিচ্ছেন যিনি ভারতের টুকরো টুকরো করার স্লোগান দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *