BRAKING NEWS

বিচারবিভাগীয় আধিকারিকদের কনক্ল্যাভ কাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ আগামী রবিবার রাজ্যের বিচার বিভাগীয় আধিকারীকদের পঞ্চম রাজ্য কনক্ল্যাভ অনুষ্ঠিত হবে৷ কনক্ল্যাভে রাজ্যের বিচার ব্যবস্থায় চলমান সমস্যাদি নিয়ে আলোচনা এবং মতবিনিময় হবে৷ রাজ্যের উচ্চ আদালতের রেজিস্টার এসজি চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, এই পঞ্চম কনক্ল্যাভ বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ এই কনক্ল্যাভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাছাড়া উদ্বোধীনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি৷ তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্তরের আদালতগুলিতে ক্রমবর্ধমান মামলার বহর, মামলা পরিচালনায় অব্যবস্থা, মামলার নিষ্পত্তির দীর্ঘসূত্রিতা এবং মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পন্থা পদ্ধতি নিয়ে কনক্ল্যাভে আলোচনা হবে৷ বিচারবিভাগীয় আধিকারীকদের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলিও আলোচনায় স্থান পাবে৷ রাজ্যে বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাজা প্রদানের হার তুলনায় নিতান্তই কম৷ ফলে, আগামী কনক্ল্যাভে মানুষকে দ্রুত উপযুক্ত বিচার পাইয়ে দেবার ক্ষেত্রে খামতিগুলি চিহ্ণিত করে উপযুক্ত স্তরে সম্ভাব্য সমাধনসূত্র নিয়ে যাওয়া হবে বলে অনুমান করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *