BRAKING NEWS

সন্ত্রাস ইস্যুতে রাজ্য সরকার ও শাসক দলকে বিঁধল নারী সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ আপনজনেরাই এখন শত্রু হয়ে গেছেন৷ ভিষণ হতাশার সাথে এই কথা বলেন গণতান্ত্রিক নারী সমিতির

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য (ডানে)৷

রাজ্য সম্পাদিকা তথা সাংসদ ঝর্ণা দাস বৈদ্য৷ রাজ্যের পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিকেই এই অবস্থার জন্য দায়ি করেছেন তিনি৷ এরই সাথে সন্ত্রাস ইস্যুতে রাজ্য সরকার ও শাসকদলকে এক হাত নিয়েছেন ঝর্ণা দাস বৈদ্য৷

সোমবার সাংবাদিক সম্মেলনে নারী সমিতির রাজ্য সম্পাদিকা বলেন, জনগণ চেয়েছেন তাই এ রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে৷ এর আগেও এ রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে৷ কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অতিত দিনের তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রমী৷ তাঁর কথায়, এখন এ রাজ্যে বাক্স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়ার পদক্ষেপ নতুন ভাবে দেখতে পাচ্ছি৷ রাস্তাঘাটে চলাফেরা করতে এমনকি কারোর বাড়িতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে৷ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বর্ননা দিতে গিয়ে আজ তাঁকে ভিষণ হতাশ বলে মনে হয়েছে৷ তাঁর কথায়, আপনজনেরাই এখন শত্রু হয়ে গেছেন৷ এমনও মনে হচ্ছে, কখনো তাদের সাথে রাজনৈতিক কিংবা সামাজিক সম্পর্ক ছিল না৷ চেনা মানুষ আজ অচেনা হয়ে গেছেন৷

তবে, এই পরিবর্তিত পরিস্থিতির জন্য তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিবেশকেই দায়ি করেছেন৷ তাঁর কথায়, গণতান্ত্রিক রাষ্ট্রে সকলেরই থাকার অধিকার হয়েছে৷ শুধু তাই নয়, কথা বলারও অধিকার রয়েছে৷ কিন্তু, আজ ভয়ে অনেকেই মুখ খুলছেন না৷ নির্বাচনোত্তর সন্ত্রাসের কারণেই রাজ্যের আক্রান্ত মানুষরা মুখে কুলুপ এঁটেছেন৷ তাঁর দাবি, অনেকেই সন্ত্রাসের শিকার হচ্ছেন, কিন্তু ভয়ে প্রতিবাদী হচ্ছেন না৷ তাঁর কথায়, তিন মার্চ ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বামপন্থী কর্মী, নেতৃত্ব, সমর্থক এমনকি নারী সমিতির সদস্যাদের উপরও আক্রমণ সংগঠিত হচ্ছে৷ এরই সাথে পাল্লা দিয়ে চলছে চাঁদার জুলুমবাজি৷ তাঁর কথায়, নির্বাচনোত্তর এমন পরিস্থিতি এ রাজ্যে আগেও হয়েছে৷ কিন্তু এমন নগ্ণভাবে হতে কখনো দেখা যায়নি৷ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নারী সমিতির রাজ্য সম্পাদিকা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন৷ রাজ্যে শান্তির পরিবেশ ফিরে আসবে, শাসকদলের কাছে এই প্রত্যাশা করেন বলে তিনি জানিয়েছেন৷ এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সভানেত্রী রমা দাস ও নারীনেত্রী কৃষ্ণা রক্ষীত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *