BRAKING NEWS

ত্রিপুরা বার কাউন্সিল নির্বাচনে গেরুয়া শিবিরের আধিপত্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ রাজ্যে ক্ষমতা পরিবর্তনের সাথেই ত্রিপুরা বার কাউন্সিলের নিয়ন্ত্রকও পরিবর্তন হয়েছে৷ কাউন্সিলের নির্বাচনে বিজেপি ও অধিবক্তা পরিষদের আধিপত্য কায়েম হয়েছে৷ ফলাফল এখনো ঘোষণা হয়নি৷ তবে বিজেপি ৭টি এবং সমর্থক অধিবক্তা পরিষদ ২টি আসন দখল করেছে৷ সিপিএমের ঝুলিতে চারটি এবং কংগ্রেস ও নির্দল একটি করে আসন দখল করেছে৷

সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপি লিগ্যাল সেলের কনভেনার আইনজীবী বিশ্বজিৎ দেব জানিয়েছেন, গত ২৮ মার্চ ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল ও আজ মিলে গননা সম্পন্ন হয়েছে৷ এখন সুপ্রিমকোর্টের অনুমোদনের পরই ফলাফল ঘোষণা করা হবে৷ নির্বাচনের ফলাফল বার কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে পাঠানো হবে৷ সেখান থেকে সুপ্রিমকোর্টের অনুমোদন পাওয়ার পর ফলাফল নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে৷

শ্রী দেব জানান, বিজেপি ও অধিবক্তা পরিষদের পক্ষে নয়জন বিজয়ী হয়েছেন৷ তাঁরা হলেন, বিভাল নন্দি মজুমদার, দীপঙ্কর শর্মা, হিমাংশু দেব, কালকি দেব, প্রদ্যুত কুমার ধর, প্রণব বিশ্বাস, রঞ্জিত চক্রবর্তী, রতন দত্ত ও সুদর্শন শর্মা৷

এদিকে সিপিআইএম প্রার্থী হরিবোল দেবনাথ, প্রশান্ত কুমার পাল, সরদিন্দু চক্রবর্তী এবং সুভাষ চন্দ্র রায় জয়ি হয়েছেন৷ কংগ্রেসের পিযুষ কান্তি বিশ্বাস এবং নির্দল প্রার্থী পুরোষত্তম রায় বর্মণ জয়ি হয়েছেন বলে  জানা গেছে৷

শ্রী দেবের কথায়, পাচ বছরের জন্য ত্রিপুরা বার কাউন্সিলের নতুন কমিটি গঠিত হবে৷ এবছর মোট ভোটার ছিলেন ১০১০জন৷ তাঁদের মধ্যে ৯১৯ জন ভোট দিয়েছেন৷ তবে, ৮৫৩টি ভোট বৈদ্য বলে ঘোষণা দেওয়া হয়েছে৷ ত্রিপুরা বার কাউন্সিলে মোট আসন ১৫টি৷ এই ১৫টি আসনে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন৷ এই নির্বাচনে রির্টানিং অফিসার ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিরাচপতি সুভাশিষ তলাপাত্র৷ এখন সুপ্রিমকোর্ট বিজ্ঞপ্তি জারি করার পরই আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হবে৷ এরপর নির্বাচিত সদস্যদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *