BRAKING NEWS

দীর্ঘ ছ’মাসের অপেক্ষার অবসান, পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হল বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার

বদ্রীনাথ (চামোলি), ৩০ এপ্রিল (হি.স.): দীর্ঘ ছ’মাসের অপেক্ষার অবসান| বুদ্ধ পূর্ণিমার পুর্ন্যলগ্নে অর্থাত্ সোমবার থেকে পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হল বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার| বৈদিক মন্ত্রোচারণ, বিধি বিধান এবং পূর্জাচর্নার পর সোমবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার| সোমবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার ভক্তদের জন্য উন্মুক্ত হওয়ার প্রাক্কালে বদ্রীনাথ মন্দির ফুল দিয়ে সাজানো হয়| অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছিল বদ্রীনাথ মন্দির| মন্দির চত্বরে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্তরা|
সোমবার ভোররাত তিনটে থেকে ৩.৩০ মিনিটের মধ্যে রাজ্যপাল কৃষ্ণ কান্ত পাল সহ বিশিষ্ট ব্যক্তিদের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করানো হয়| এরপর ৩.৪৫ মিনিট নাগাদ রাওয়াল ও ধর্মাধিকারীরা বদ্রীনাথ মন্দিরের দক্ষিণ দ্বার থেকে মন্দিরের ভিতরে প্রবেশ করেন| তারপর ভোর ৪.৩০ মিনিট নাগাদ ভক্তদের জন্য খুলে দেওয়া হয় বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার| সোমবার ভগবান বদ্রীনাথের শুধুমাত্র নির্বাণ দর্শন করতে পারবেন ভক্তরা| এই দিন বিশেষ পুজোও হয় না| শুধুমাত্র সন্ধ্যা আরতি হয়|
রবিবারই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরের প্রবেশদ্বার, তার আগে চলতি মাসের ১৮ তারিখ যথাক্রমে যমুনোত্রী এবং গঙ্গোত্রী মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে পুন্যার্থীদের জন্য| অবশেষে সোমবার ভোরে বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভক্তদের জন্য| একই সঙ্গে শুরু হয়ে গেল বার্ষিক চারধাম যাত্রা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *