BRAKING NEWS

সুপ্রিমকোর্টের বিচারপতি হতে চলেছেন ইন্দু মলহোত্রা, শুক্রবার শপথগ্রহণ

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.) : প্রথম মহিলা আইজীবী হিসেবে সুপ্রিমকোর্টের বিচারপতি হতে চলেছেন ইন্দু মলহোত্রা। সুপ্রিমকোর্টের কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। শুক্রবার ইন্দু মলহোত্রার শপথগ্রহণ।
প্রথম মহিলা হিসেবে সরাসরি সুপ্রিমকোর্টের বিচারপতি পদে নিয়োগ হলেন ইন্দু মলহোত্রা। তিনি সুপ্রিমকোর্টের সপ্তম মহিলা । বর্তমানে শীর্ষ আদালতে দ্বিতীয় মহিলা বিচারপতি হলেন তিনি। অন্য আর একজন হলেন বিচারপতি আর ভানুমতী। ইন্দু মলহোত্রাকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের সুপারিশ করেছিল শীর্ষ আদালতের কলেজিয়াম। সেই সুপারিশে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কেএম জোসেফের নামও সুপারিশ করেছিল কলেজিয়াম। ইন্দুকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলেও তা ঝুলেই ছিল। শেষমেশ শীর্ষ আদালতের বিচারপতি হতে চলেছেন তিনি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করবেন ইন্দু মলহোত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *