BRAKING NEWS

মুখে না দিয়ে নাকে দুধ, সদ্যোজাত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ মুখে দুধ না দিয়ে নাকে দুধ দেওয়ায় এক সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে আগরতলায় জি বি হাসপাতালে৷ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে শিশুর পরিজনরা উত্তেজিত হয়ে বিক্ষোভ দেখান৷ যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে পুলিশের হস্তক্ষেপে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, ধলাই জেলার কমলপুরের তুলাবাড়ীর দম্পতি জওহরলাল দাস এবং গীতা দাস৷ বৃহস্পতিবার গীতা দাসকে প্রসব যন্ত্রণা নিয়ে জি বি হাসপাতালে নিয়ে আসা হয়৷ ঐদিনই গীতা দাস কন্যা সন্তানের জন্ম দেন৷ সদ্যোজাত শিশুটিকে চিকিৎসকরা এনআইসিইউতে রাখার পরামর্শ দেন৷ সেই মোতাবেক শিশুটিকে এনআইসিইউতে রাখা হয়৷ শুক্রবার রাতে শিশুটিকে দেখভালের জন্য স্পেশাল নার্সও নিযুক্ত করা হয়েছিল৷ অসাবধানতাবশতঃ কর্তব্যরত নার্স দুধের নিপল শিশুটির মুখে না দিয়ে নাকে দিয়ে দেন৷ তাতে কিছুটা দুধ শিশুটির নাকের ভেতরে চলে যায়৷ সাথে সাথে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তেমন কোন অসুবিধা হয়নি৷ কিন্তু, আশ্চর্যের বিষয় হল শনিবার দুপুর বারোটা নাগাদ শিশুর বাবা মা সহ অন্যান্যদের জানানো হয় শিশুটি মারা গিয়েছে৷ এই কথা শুনেই শোকে ভেঙে পড়েন মা৷ পরিবারের অন্যান্যরা উত্তেজিত হয়ে পড়েন এবং রাতে যে স্পেশাল নার্স কর্তব্যরত ছিলেন তাকে ডেকে পাঠানোর কথা বলেন৷ যদিও ঐ নার্স সকালে তার কর্তব্য শেষ করে বাড়ি চলে গিয়েছেন৷

অভিযোগ উঠেছে, রাতেই কোন এক সময় শিশুটির মৃত্যু হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে স্পেশাল নার্স বিষয়টি টের পেয়ে সকালে কাউকে কিছু না বলে বাড়ি চলে গিয়েছেন৷ সকাল আটটা নাগাদ চিকিৎসকরা যখন আসেন তখন শিশুটির মৃত্যুর বিষয়টি জানতে পারেন৷ কিন্তু, তারপরও এই মৃত্যুর বিষয়টি শিশুটির মা বাবা কিংবা পরিজনদের জানাননি৷ শেষে দুপুর বারোটা নাগাদ বিষয়টি প্রকাশ্যে আনেন এনআইসিইউর দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *