BRAKING NEWS

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায়দানকারী বিচারকের ইস্তফা খারিজ, কাজে যোগ দেওয়ার নির্দেশ

হায়দরাবাদ, ১৯ এপ্রিল (হি.স.) : মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার বিশেষ এনঅাইএ আদালতের বিচারকের পদত্যাগ খারিজ করে দিল অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাইকোর্ট। গত ১৬ এপ্রিল এই মামলার রায়দানের পর পদত্যাগ করেছিলেন বিচারক রবীন্দর রেড্ডি। অবিলম্বে তাঁকে কাজে যোগ দিতে বলা হয়েছে।
মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায় দেওয়ার পরই ইস্তফা দেন এনআইএ বিচারপতি রবীন্দর রেড্ডি৷ তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন৷ ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন বলে জানান রবীন্দর রেড্ডি৷ বিচারপতির হঠাৎ ইস্তফার ঘটনায় কৌতুহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে৷ অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহুদাল মুসলিমেন পার্টি টুইট করে তাদের বিস্ময় প্রকাশ করেছে৷
এই রায়ের পরই এনআইএ’র বিরুদ্ধে ঠিকমত তদন্ত না করার অভিযোগ তোলেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি৷ অভিযোগে বলেন, এমনভাবে তদন্ত করা হয়েছে যাতে অভিযুক্তরা সহজে ছাড়া পেয়ে যায়৷ তদন্তকারী অাধিকারিকদের দায়িত্ব অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা৷
উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ মে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দরাবাদের চার দশক পুরানো মক্কা মসজিদ ও সংলগ্ন এলাকা৷ সেই ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়৷ আহত হয় ৫৮ জন৷ ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ তদন্তে উঠে আসে রিমোট কন্ট্রোলের সাহায্যে এই বিস্ফোরণ ঘটানো হয়৷ এরপর ২০১১ সালে এই ঘটনার তদন্তভার যায় অারেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এএনআই’এর হাতে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *