BRAKING NEWS

দেশের নিরাপত্তার স্বার্থে ডিফেন্স প্ল্যানিং কমিটি গড়ার পরিকল্পনা

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.) : দেশের নিরাপত্তা আরও দৃঢ় করার জন্য একটি ডিফেন্স প্ল্যানিং কমিটি গড়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এটি পর্যালোচনা করবেন৷ এজন্য ক্ষমতা উন্নয়ন পরিকল্পনা ও গাইডলাইন, আত্মরক্ষার উপাদানগুলি খতিয়ে দেখা হচ্ছে৷ কমিটির তত্ত্বাবধানের রয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক৷
ভারতের সুরক্ষা সংক্রান্ত কূটনীতিতে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে৷ বর্তমানে প্রতিবেশি রাষ্ট্রগুলি থেকেও প্রায়ই হুমকি দেওয়া হচ্ছে৷ সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বাজেটের সীমাবদ্ধতা অনুযায়ী, প্রয়োজনমত এটি আত্মরক্ষার উপাদান তৈরি করবে৷ এখনও পর্যন্ত এই ডিফেন্স প্ল্যানিং হার্ডওয়্যার তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকবে৷
এই ডিসিপি বডির চেয়ারম্যান হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ এছাড়া থাকবেন প্রতিরক্ষার তিন প্রধানসহ ডিফেন্স, এক্সপেনডিচার ও বিদেশ সচিবরা৷ এই কমিটি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে রিপোর্ট পেশ করবেন৷ অাগামী ২১ এপ্রিল জার্মানি থেকে ফিরছেন অজিত দোভাল৷ তারপরই তাঁর সঙ্গে বৈঠকে বসা হবে বলে জানানো হয়েছে৷ ভারত যে পারমাণবিক অস্ত্র ব্যবহারে সম্মত নয় তা স্পষ্ট করে জানিয়ে দিতে চায় ডিসিপি৷ দেশের পশ্চিম ও উত্তরের যে দুটি দেশ থেকে আক্রমণের আশঙ্কা রয়েছে, তাদের লক্ষ্য করেই এই বার্তা দিতে চাইছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *