BRAKING NEWS

জঙ্গি হামলার আশঙ্কা, লাল সতর্কতা জারি পঞ্জাবে

অমৃতসর ও পাঠানকোট, ১৯ এপ্রিল (হি.স.): জঙ্গি হামলার আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হল পঞ্জাব সীমান্ত জুড়ে| বিশেষ করে পঞ্জাবের পাঠানকোট জেলায় সতর্কতা বহু গুণ বাড়ানো হয়েছে| গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, দু’জন সন্দেহভাজন ব্যক্তি পাঠানকোট থেকে পঞ্জাবে প্রবেশ করেছে| গোয়েন্দাদের তরফে এই বার্তা পাওয়ার পরই পাঠানকোট সহ পঞ্জাবের বিভিন্ন জেলায় লাল সতর্কতা বাড়ানো হয়েছে| খবর পাওয়া যায় আইটিআই বিল্ডিংয়ে লুকিয়ে রয়েছে সন্দেহভাজনরা| এরপরই আইটিআই বিল্ডিং সহ সন্নিহিত এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়| আইজি বর্ডার জোন সুরীন্দর পাল সিং পরমার জানিয়েছেন, ‘দু’জন সন্দেহভাজন পাঠানকোট থেকে পঞ্জাবে প্রবেশ করেছে| কিন্তু, এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়| সত্য প্রকাশ্যে আসবে|’ পাঠানকোটে সন্দেহভাজন গতিবিধি প্রসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছেন, ‘আমরা সজাগ রয়েছি| ভয়ের কোনও কারণ নেই|’
প্রসঙ্গত, লিফট নেওয়ার অছিলায় গত রবিবার রাতে মাস্কিন আলি নামে এক ব্যক্তির মারুতি অল্টো গাড়ি থামায় সন্দেহভাজন এক ব্যক্তি| ওই গাড়িতে পরিজনদের সঙ্গে ছিলেন মাস্কিন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে জঙ্গি ভেবে গাড়ি থেকে নেমে পালান মাস্কিন ও তাঁর পরিবারের সদস্যরা| এই ঘটনা সম্পর্কে পঞ্জাব পুলিশকে অবহিত করেন মাস্কিন| এরপর থেকেই পঞ্জাব জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে| ইন্সপেক্টর জেনারেল বর্ডার জোন সুরীন্দর পাল সিং পরমার জানিয়েছেন, ‘গত তিন-চারদিন ধরে সন্দেহজনক গতিবিধি নজরে আসছে| এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়|’ সন্দেহজনক গতিবিধির জেরে বিভিন্ন চেক পোস্টে নজরদারি আরও বাড়ানো হয়েছে|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *