BRAKING NEWS

চাবুয়ায় ভারতীয় বায়ুসেনার ‘গগণ শক্তি’ দেখে আত্মবিশ্বাসী নির্মলা

চাবুয়া (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : ভারতীয় বায়ুসেনার সৰ্ববৃহৎ সামরিক অনুশীলনের অন্যতম অঙ্গ ‘গগণ শক্তি’ প্রদর্শন হয়েছে। আজ বৃহস্পতিবার ডিব্ৰুগড় জেলার চাবুয়ায় এই ‘গগণ শক্তি’ অনুশীলন পরিদর্শন করেছেন সেনা-পোশাক পরিহিত প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের পূর্ব সীমান্তকে কেন্দ্ৰ করে ‘গগণ শক্তি’র সামরিক অনুশীলনে অংশগ্রহণ করেছেন বায়ুসেনার অপারেশনাল কমান্ডোরাও।
চিন সীমান্তের চাবুয়ায় বায়ুসেনার ‘গগণ শক্তি’ অনুশীলন দেখে প্ৰতিরক্ষামন্ত্ৰী নিৰ্মলা সীতারমণ আপ্লুত। অনুশীলনস্থলে দাঁড়িয়েই সাংবাদিকদের তিনি বলেছেন, শত্ৰুপক্ষের মোকাবিলা করতে ভারতীয় বায়ুসেনা সম্পূ্ৰ্ণ সক্ষম। বায়ুসেনার বাহাদুরি দেখে তাঁর আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে গেছে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী। নির্মলা সীতারমণের কাছে জানা গেছে, এ ধরনের অনুশীলন-প্ৰশিক্ষণ এর আগে কখনও দেশে হয়নি। আজকের প্রদর্শনের মাধ্যমে ভারতীয় বায়ুসেনার শক্তি পরীক্ষা হয়েছে। পাশপাশি যুদ্ধশৈলীও প্রদর্শন করেছেন তাঁরা। যুদ্ধকালীন প্ৰয়োজনীয় সব কৌশলের অনুশীলন করেছেন বায়ুসেনা। এক কথায় ‘গগণ শক্তি’ অনুশীলন-প্ৰশিক্ষণে তিনি যে সন্তুষ্ট তা প্ৰকাশ হয়েছে মন্ত্রীর কথায় হাবভাবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ভারতীয় বায়ুসেনার এ ধরনের ‘গগণ শক্তি’ অনুশীলন গত ৮ এপ্ৰিল থেকে শুরু হয়েছে দেশব্যাপী। আগামী ২২ এপ্ৰিল পর্যন্ত চলবে এই অনুশীলন। মোট পনেরো দিনের এই সামরিক অনুশীলনে বায়ুসেনার সহযোগিতা, যোগাযোগ, আক্ৰমণ, প্ৰত্যাক্ৰমণ, যুদ্ধ সামগ্ৰীর এদিক-ওদিক করে স্থানান্তরিত করা, সেনাবাহিনীর অন্যান্য দলের সঙ্গে যৌথ অভিযান-সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে এই অনুশীলনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘গগণ শক্তি’ অনুশীলনে ১,১০০ জন বাসুসেনা অংশগ্রহণ করেছেন। তাঁরা সুখই-৩০ এমকেআই-এর মতো অতি ক্ষমতাশালী যুদ্ধবিমান নিয়ে নানা কৌশল প্রদর্শন করেছেন । তাছাড়া, অন্যান্য দূর ও নিকট ক্ষপণাস্ত্র প্রয়োগ প্রদর্শনও হয়েছে আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *