BRAKING NEWS

সন্ত্রাসী হামলায় শঙ্কা, লাল সতর্কতা জারি গুরুদাসপুর ও পাঠানকোটে

পাঠানকোট, ১৬ এপ্রিল (হি.স.): ‘গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে, চম্পট দিয়েছে দুই সশস্ত্র সন্ত্রাসবাদী’, এক ব্যক্তির এহেন বক্তব্যের প্রেক্ষিতে লাল সতর্কতা জারি করা হল পঞ্জাবের পাঠানকোট এবং গুরুদাসপুরে| সোমবার পঞ্জাবের পাঠানকোট এবং গুরুদাসপুরের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নাকা তল্লাশি চালিয়েছে পঞ্জাব পুলিশ| নাশকতার আশঙ্কায় গুরুদাসপুরে ন’টি বুলেটপ্রুফ ট্র্যাক্টর সরবরাহ করেছে পঞ্জাব পুলিশ| অন্যদিকে, লাল সতর্কতা জারি করা হয়েছে পাঠানকোটেও|
পাঠানকোট এসএসপি বিবেক শীল সোনি জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে| সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নাকা তল্লাশি চালানো হচ্ছে|’ স্থানীয় এক ব্যক্তি দাবি করেছেন, রবিবার রাতে দুই সন্দেহভাজন ব্যক্তিকে তিনি লিফট দেন| সশস্ত্র ওই দুই সন্দেহভাজন জম্মু ও কাশ্মীরের কাঠুয়া রিজিওনে নেমে পড়ে| সন্দেহভাজনরা গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেছিল বলে জানান ওই ব্যক্তি| এরপরইলাল সতর্কতা জারি করা হয় পঞ্জাবের পাঠানকোট এবং গুরুদাসপুরে| উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাস এবং ২০১৬ সালের জানুয়ারি মাসে, যথাক্রমে গুরুদাসপুরের দিনানগর এবং পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা| সন্ত্রাসবাদী হামলায় আশঙ্কায় পুনরায় রেড অ্যালার্ট জারি করা হয় গুরুদাসপুর এবং পাঠানকোটে|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *