BRAKING NEWS

বিলাসবহুল বাড়ি – গাড়ি চেয়ে মানিক সরকারের চিঠি

আগরতলা, ১৪ এপ্রিল(হিঃস)৷৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সর্বহারাদের দল বলে নিজেদের পরিচয় প্রদানকারী সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার এবার একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং বিলাসী গাড়ি চাইলেন বিধানসভার সচিবের কাছে৷ বিষয়টি দুকান হতেই সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যতদিন ক্ষমতায় ছিলেন তার বেশিরভাগ সময় তিনি অতি সাধারণ মিতব্যয়ী এবং সব থেকে গরিব মুখ্যমন্ত্রী বলে সমগ্র দেশে খ্যাতি অর্জন করেছিলেন৷ যদিও রাজ্যের বিজেপি প্রধান বিরোধী দল হয়ে উঠতেই গরিবির ফানুস চুপশে যায়৷ আর এর পরেই ক্ষমতাচ্যুত হতে হল বাম সরকারকে৷ হারানোর পর যথারীতি নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর সরকারি আবাস ছাড়তে হয়েছে মানিক সরকারকে৷ কথা ছিল, স্ত্রীর নির্মীয়মান ফ্ল্যাটেই তিনি স্থায়ী বাসিন্দা হবেন৷ ফ্ল্যাটের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পার্টির অফিসেই অবস্থান করবেন মানিক সরকার৷ কিন্তু তিনি আচমকাই বিধানসভা সচিবের কাছে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের পাশে শিশুবিহার সুকলের পেছনে একটি সর্বসুবিধাযুক্ত ফ্ল্যাট তাঁকে দেওয়ার দাবি করে চিঠি দিলেন৷ একই সঙ্গে তিনি একটি বিলাসবহুল গাড়িও দাবি করেছেন৷ যদিও ইতোপূর্বে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিরোধী দলের নেতাদের পুরনো যান্ত্রিক গোলযোগযুক্ত গাড়ি বরাদ্দ করা হত বলে অভিযোগ৷ এনিয়ে বিভিন্ন  মহলে সমালোচনাও হয়েছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই চিঠির পরিপ্রেক্ষিতে সমালোচনায় ঝড় উঠেছে৷ মানিক সরকারের গরিবিয়ানার পরিপন্থী বলে বিষয়টিতে উল্লেখ করা হচ্ছে৷ তবে নিয়ম অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীরা রাজ্যে একটি বাড়ি পাওয়ার আইনি সংস্থান রয়েছে৷ আবার বিরোধী দলনেতা হিসাবে তিনি একটি গাড়ি এবং রক্ষীও পাওয়ার দাবিদার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *