BRAKING NEWS

আগরতলা- গুয়াহাটি রুটে ফের শুরু হচ্ছে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ কেন্দ্রের মতো রাজ্যেও বিজেপি সরকার আসার ফলে রাজধানী আগরতলা থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন চালু হয়েছে৷ কিন্তু আগরতলা – গুয়াহাটি রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার তৈরি হয়েছে অনেক সমস্যা৷ আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেন চলাচল করত৷ কিন্তু বর্তমানে সেই পরিষেবা বন্ধ হয়ে গেছে৷ যার দরুণ নিত্যযাত্রীদের বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ এ বিষয়ে পরিবহণমন্ত্রী প্রাণজিৎ সিংহরায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, গোটা বিষয় নিয়ে তিনি অবগত৷ এই সমস্যার দরুন সিংহভাগ গুয়াহাটি যাত্রীদের সরাসরি না গিয়ে দুরপাল্লার এক্সপ্রেস ট্রেন ধরতে হচ্ছে৷ আগরতলা – শিলচর বাদ দিলে সপ্তাহে তিনদিন কোনও দূরপাল্লার ট্রেন চলে না৷ তিনি জানান, চিকিৎসাজনিত কারণে তিনি বর্তমানে বহিঃরাজ্যে অবস্থান করছেন৷ রাজ্যে ফিরলেই তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন৷ উত্তর পূর্ব সীমান্ত রেলের এক আধিকারিক জানিয়েছেন, শুরু থেকেই দাবি ছিল প্রতিদিন গুয়াহাটির সঙ্গে একটি দূরপাল্লার ট্রেনের৷ এখন এ বিষয়ে প্রয়াস শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *