BRAKING NEWS

কাঠুয়া কাণ্ডে কড়া পদক্ষেপ গ্রহণ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় শিশু কন্যা ধর্ষণের ঘটনায় ১৯ এপ্রিলের মধ্যে সব পক্ষের বক্তব্য আদালতে জানানোর নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি দীপক মিশ্রের ডিভিশন বেঞ্চ নোটিশ দিয়ে বলেছেন, গোটা ঘটনাটি নিজস্ব তত্বাবধানে পরীক্ষা করে দেখা হবে। অভিযুক্তকে বাঁচানোর চেষ্টাও করা যাবে না। তবে আইন ও মতাদর্শের ভিত্তিতে আক্রান্ত পরিবারের বিরুদ্ধে আইনজীবী দিয়ে কোনও বিরোধিতা করা যাবে না।
অন্যদিকে এই ধর্ষণকাণ্ডে জোর বিজেপি ও কংগ্রেসের তরজা চরমে উঠেছে। একে অন্যকে দোষারোপ করছে দুই দল। প্রসঙ্গত, ১০ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের কাথুয়ার রাসানা গ্রামে আট বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে একটি মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ৬ জন। এদের মধ্যে দুইজন পুলিশকর্মী রয়েছে বলে জানাগিয়েছে। প্রায় এক সপ্তাহ পরে ওই শিশুকন্যার মৃতদেহ ওই একই জায়গা থেকে উদ্ধার করা হয়। এর পরেই প্রশাসনের তরফ থেকে বিশেষ তদন্তকারীদল গঠন করা হয়। এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পুলিশের দুই স্পেশ্যাল পুলিশ অফিসার এবং এক হেডকনস্টেবল রয়েছে। ধৃত পুলিশকর্মীদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *