BRAKING NEWS

চ্যাম্পিয়নস লিগে ড্র করেও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

মিউনিখ, ১২ এপ্রিল (হি.স.) : চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ড্র করেও সেমিফাইনালে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ৷ প্রথম লেগে সেভিয়াকে তাদের ঘরের মাঠে ২-১ হারিয়েছিল বার্য়ান মিউনিখ৷ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে কোন গোল করতে পারেনি বেভারিয়ানসরা৷ গোল শূন্য অবস্থায় ম্যাচটি হলে দুই লেগের গোলস্কোর মিলিয়ে ২-১ ব্যবধানে এই মরশুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে যায় বার্য়ান৷
বায়ার্নের মাঠে ফিরতি লেগের লড়াইয়ে দু’দলই প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে৷ ম্যাচের পঞ্চম মিনিটেই দারুণ সুযোগ তৈরি করে বায়ার্ন৷ কিন্তু বায়ার্নের ডাচ ফুটবলার আর্গেন রবেনের শট গোল পোস্টের অনেকটা উপর যায়৷ তিন মিনিট পরে আবার সুযোগ পায় বায়ার্ন৷ কিন্তু এবারেও দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে ব্যার্থ থাকেন রবার্ট লিওনেস্কি৷ গোলের লক্ষ্যে সেভিয়া একেবারেই চেষ্টা করেননি তা নয়৷ প্রথম লেগে পিছিয়ে থাকার কারণে সেমিফাইনালের বৃহস্পতিবার সেভিয়ার আক্রমণে যথেষ্ঠ ছিল৷ ২৬ মিনিটে গোলের কাছাকাছি পৌঁছেও বল বায়ার্নের জালে জড়াতে ব্যার্থ হন ফ্রাঙ্কো ভাসকেজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *