BRAKING NEWS

দলিতদের স্বপক্ষে এবং সম্প্রীতির বার্তা দিতে দেশজুড়ে অনশনে বসেছে কংগ্রেস

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.) : কেন্দ্রের শাসকদল বিজেপির ‘দলিত-বিরোধী’ মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে গোটা দেশজুড়ে সোমবার অনশন বসে কংগ্রেস। এদিন সকালে রাজধানী দিল্লিতে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে অনশনে বসেন কংগ্রেসের সভাপতি তথা লোকসভার সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি ছাড়াও এই অনশন কর্মসূচীতে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় অজয় মাকেন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, অশোক গেহলট, মল্লিকার্জুন খাড়গেসহ বহু কংগ্রেস নেতা।
পিএনবি আর্থিক কেলেঙ্কারি, সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁস, কৃষকদের বেহাল দশা, তফশিলি জাতি ও উপজাতি সংরক্ষণ আইন শীথিল করা, কাবেরি ইস্যু, অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদাসহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে ক্ষোভে সৃষ্টি হয়েছে। সেটার থেকেই অনশনের নাম করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কংগ্রেস। এদিন এআইসিসি-র মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, সাম্প্রদায়িক ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ মোদী সরকারের আমলে ধ্বংসের মুখে পড়েছে। তারা সমাজকে ভাগ করতে চাইছে। তাই এটা কংগ্রেসের কর্তব্য এই সব শক্তির বিরুদ্ধে লড়াই করা। আর সেটা করতে আমরা একত্রিত হয়েছি। সেই উপলক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যে এবং জেলা সদরে সারাদিন ধরে অনশন কর্মসূচী গ্রহণ করেছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *