BRAKING NEWS

আগুন-আতঙ্ক দিল্লির সুলতানপুরীতে, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু চারজন কর্মীর

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক দিল্লির সুলতানপুরী এলাকায়| সোমবার সকাল ছ’টা নাগাদ সুলতানপুরী এলাকায় অবস্থিত একটি জুতো তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে চারজন কর্মীর| পাশাপাশি জুতো তৈরির কারখানাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে| দমকলের দশটি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুনের লেলিহান শিখা| আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে|
পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার সকাল ছ’টা নাগাদ সুলতানপুরী এলাকায় অবস্থিত একটি জুতো তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে| সেই সময় কারখানার ভিতরে ঘুমিয়েছিলেন বেশ কয়েকজন কর্মী| সকাল ৬.৩০ মিনিট নাগাদ দিল্লি দমকলে ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়ে অবহিত করা হয়| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট দশটি ইঞ্জিন| পরে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন জুতো তৈরির কারখানার চারজন কর্মী| কীভাবে আগুন লাগাল জুতো তৈরির কারখানায়, তা খতিয়ে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুনের সূত্রপাত|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *