BRAKING NEWS

স্ত্রীকে জোর করে সঙ্গে রাখতে পারেন না স্বামী, মামলায় পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স) : স্ত্রীকে জোর করে সঙ্গে রাখতে পারেন না স্বামী। স্ত্রী অস্থাবর সম্পত্তি নয়। একটি মামলায় এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের। মামলাকারী মহিলার অভিযোগ, তাঁর উপরে অত্যাচার করেন স্বামী। তিনি আর সংসার করতে চান না। অথচ স্বামী জোর করছেন। বিবাহবিচ্ছেদের জন্য সুপ্রিমকোর্টে আবেদন করেছেন তিনি। সুপ্রিম কোর্টে হাজির ছিলেন মামলাকারীর স্বামী। বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্তের বেঞ্চের পর্যবেক্ষণ, ”স্ত্রী আপনার অস্থাবর সম্পত্তি নয়। নিজের কাছে স্ত্রীকে থাকতে বাধ্য করতে পারেন না। উনি আপনার সঙ্গে থাকতে চান না। আপনি কীভাবে ওনার সঙ্গে থাকতে পারেন।”

সুপ্রিম কোর্টের প্রশ্ন, কীভাবে এতটা নীতিহীন হতে পারেন স্বামী? স্ত্রী কোনও বস্তু বা অস্থাবর সম্পত্তি নয়। মহিলার আইনজীবী জানান, তাঁর মক্কেল স্বামীর সঙ্গে থাকতে চান না। বিবাহবিচ্ছেদ চান তিনি। এমনকি খোরপোষও চান না। প্রয়োজনে স্বামীর বিরুদ্ধে করা অভিযোগ থেকে ৪৯৮এ ধারাও তুলে নেবেন তিনি। যদিও এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, স্বামী-স্ত্রী দুজনেই শিক্ষিত।নিজেদের মধ্যে মধ্যস্থতা করে বিষয়টি মিটিয়ে ফেলতে সক্ষম তাঁরা। আইনি পথে দীর্ঘ সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *