BRAKING NEWS

পারিবারিক বিতর্ক সরিয়ে অাইপিএল অাসরে মহম্মদ শামি

মোহালি, ৮ এপ্রিল (হি.স) : পারিবারিক বিতর্ক সরিয়ে ক্রিকেটে ফিরলেন ভারতীয় পেসার মহম্মদ শামি৷ আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলসের প্রথম ম্যাচে নামলেন নির্ভরযোগ্য ডানহাতি এই বোলার৷

স্ত্রী হাসিন জাহান তাঁর নামে বধূ-নির্যাতন থেকে শুরু করে স্পট ফিক্সিংয়ের একাধিক অভিযোগ আনেন৷ শামির বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অবশ্য কোনও প্রমাণ না মেলায় বোর্ড বঙ্গ পেসারকে তাদের বার্ষিক চুক্তিতে ফিরিয়েছে৷ আইপিএলের প্রথম ম্যাচের শামিকে দলে রেখে, তাঁর গুরুত্ব কতটা সেটাই যেন প্রথম দিন থেকেই বুঝিয়ে দিল গম্ভীর ও দিল্লি টিম ম্যানেজমেন্ট৷ দীর্ঘ দেড় মাস ধরে চলা বিতর্কের পর বাইশ গজে ফিরে শামি দিল্লির হয়ে প্রথম ম্যাচে কেমন বোলিং করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা৷

বাইশ গজে ফেরার আগে ভারতীয় পেসারকে স্ত্রী হাসিন জাহানের একের পর একে বোমার মুখে পড়তে হয়৷ প্রথমে তাঁর বিরুদ্ধে বধূ-নির্যাতনে অভিযোগের পাশাপাশি শামির দাদার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন স্ত্রী হাসিন৷ দক্ষিণ আফ্রিকা সফর শেষে টাকা নেওয়ার প্রসঙ্গ নিয়ে বোর্ডে দুর্নীতিদমন শাখা পৃথকভাবে তদন্ত করে সব অভিযোগের ভিত্তিতে শামিকে বেকসুর মুক্তি দেয়৷

আইপিএলে শুরুর আগে দেরাদুন থেকে দিল্লি আসার পথে গাড়ী দুর্ঘটনার কবলে পড়েন শামি৷ কপালে একাধিক সেলাই পড়ে, তবে আঘাত গুরুতর না হওয়ায় দ্রুত ক্রিকেটে ফিরেছেন ভারতীয় পেসার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *