BRAKING NEWS

অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক

সিডনি, ৮ এপ্রিল (হি.স.) : অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব হাতে নেওয়ার জন্য অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চান বলে জানালেন প্রাক্তন অস্ট্রেলিয়া দলের তারকা ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক৷ দক্ষিণ অাফ্রিকা সফরে বল বিকৃতি কান্ডে অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার একবছর ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ৯ মাসের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন৷ দলের দুরাবস্থা ঠেকাতে তড়িঘড়ি টিম পেইনকে অধিনায়ক ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেছে অস্ট্রেলিয়া৷

তবে সামনেই রয়েছে ইংল্যান্ড সফর৷ এছাড়া অাগামী ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের লড়াইয়েও স্মিথ-ওয়ার্নারদের পাওয়া যাবে কি না, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়৷ এরকম এক কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব হাতে নেওয়ার জন্য অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চান বলে জানিয়েছেন মাইকেল ক্লার্ক৷ আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকা নিয়ে এই মুহূর্তে ভারতে রয়েছেন ক্লার্ক৷ ভারতের এক সংবাদমাধ্যেমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি দেশের ক্রিকেটের জন্য যা কিছু করতে রাজি আছি৷ আমি শুধু বসে বসে দেখব তা হয় না৷ ওরা চাইলে আমি আমার অভিজ্ঞতা নিয়ে আবার বাইশ গজে ফিরে টিমকে নেতৃত্ব দিতে রাজি৷’

২০১৫ সালে ইংল্যান্ডে অ্যাসেজের সময় খারাপ পারফর্ম করার কারণে ক্রিকেটকে বিদায় জানিয়ে ছিলেন ক্লার্ক৷ এবার নিজের অতীত অভিজ্ঞতা নিয়েই অবসর ভেঙে অজিদের পাশে দাঁড়াতে চাইছেন ক্লার্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *