BRAKING NEWS

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণাঞ্চলীয় ফিলিপাইন, কম্পাঙ্ক ৬.২

ম্যানিলা, ৫ এপ্রিল (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণাঞ্চলীয় ফিলিপাইন| স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণাঞ্চলীয় ফিলিপাইনের মিন্ডানাও আইল্যান্ড| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার ৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণাঞ্চলীয় ফিলিপাইনের মিন্ডানাও আইল্যান্ড|
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল মিন্ডানাও আইল্যান্ডের প্রধান শহর ডাভাও থেকে ১২৮ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে, ভূপৃষ্ঠের ৬১ কিলোমিটার (৬৮ মাইল) গভীরে| যদিও শক্তিশালী এই ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *