BRAKING NEWS

স্কাইমেটের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরে গরমের পাশাপাশি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): কৃষকদের জন্য খুশির খবর| চলতি বছরে গরমের পাশাপাশি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এবছর ভারতে স্বাভাবিক নিয়মে ঢুকবে বর্ষা৷ আগামী জুন থেকে ডিসেম্বর অবধি ১০০ শতাংশই বৃষ্টি হবে বলে অনুমান করা হচ্ছে৷ খরা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে জানাল এক বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট৷ তাদের মতে এবছর বৃষ্টির গড় পরিমাপ থাকবে ৯৫-১০৪ শতাংশ লং পিরিয়ড অ্যাভারেজ৷ দক্ষিণ পশ্চিমে বর্ষা স্থায়ী হবে ৪ মাস৷ ভারতের মোট বৃষ্টিপাতের ৭০ শতাংশ সেখানেই হবে৷ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বর্ষাকাল৷

স্কাইমেটের তরফে জানানো হচ্ছে, ২০১৮ সালে জুন থেকে সেপ্টেম্বর অবধি ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তা গত বছরের তুলনায় বেশ কিছুটাই বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ওই কোম্পানি জানাচ্ছে, উত্তর পূর্ব ভারত বৃষ্টির অভাবে এবছর ভুগতে পারে৷ তবে পূর্ব ভারতে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে৷ বিহার, ওড়িশা, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ ভাল মতোই ভিজবে৷ ও দেশজুড়ে বৃষ্টিপাতের হার থাকবে স্বাভাবিক৷ সব জায়গায় পরিমাণমতো বৃষ্টি হবে৷ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিয়ম মেনেই থাকবে বর্ষা৷ তবে জুলাই ও অগাস্টে এবছর অন্য বছরের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে৷ বিশেষত অগাস্টে জুলাইয়ের থেকেও কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যদিও মৌসম ভবন এখনও এই বৃষ্টিপাত সম্পর্কে এখনও বিশেষ কোনও পূর্বাভাস জারি করেনি৷ কিন্তু এই বৃষ্টিপাতের ফলে কৃষি উৎপাদনও বেশ কিছুটা উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে৷ এরফলে ফসলের মূল্যবৃদ্ধিতেও বেশ কিছুটা লাগাম আনা যাবে বলে মনে করা হচ্ছে৷ যদিও এপ্রিল থেকে জুন অবধি গতবারের থেকে অনেক বেশি গরম পড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *