BRAKING NEWS

শুনানি ছাড়া শাস্তির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন না স্টিভ স্মিথ

সিডনি, ৪ এপ্রিল (হি.স.) : কোনও শুনানি ছাড়াই স্মিথদের শাস্তি ঘোষণার পরও বোর্ড কিংবা আদালতের দ্বারস্থ হচ্ছেন না প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার একপেশে সিদ্ধান্তের জেরে স্টিভ স্মিথ ও ওয়ার্নারকে একবছর ও দলের ওপেনারক্যামেরন ব্যানক্রফটকে ন’মাস নির্বাসনে পাঠায়৷ এরপর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার একপেশে সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা রকম জল্পনা ওঠে ক্রিকেটমহলে৷ শুনানিতে দোষী ক্রিকেটাররা হাজির থাকলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেতেন৷ সেই সুযোগও পাননি স্মিথ-ওয়ার্নাররা৷ তাই জল্পনা ছিল বিষয়টি নিয়ে বোর্ড কিংবা আদালতের দ্বারস্থ হতে পারেন প্রাক্তন অজি অধিনায়ক৷ কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে বুধবার টুইট করে স্মিথ জানালেন তিনি ওরকম কিছুই করছেন না৷

টুইটারে সদ্য ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত অজি অধিনায়ক জানান, ‘দেশের হয়ে ফিরে আসার জন্য যা করতে হয় আমি করব৷ অধিনায়ক হিসেবে দলের সম্পূর্ণ দায় আমি নিজের উপর নিয়েছি৷ আমি বোর্ডের সাজাকে মোটেও চ্যালেঞ্জ জানাবো না৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটা শক্তিশালী বার্তা দেওয়ার জন্য এই সাজা দেওয়া হয়েছে এবং আমি এটাকে স্বীকার করে নিয়েছি৷’

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাসনের শাস্তি মেনে নিয়েছিলেন কেপ টাউনে বল বিকৃতি কাণ্ডের তিন নায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট৷ বোর্ডের আচরণবিধি মেনে শাস্তির বিরুদ্ধে আবেদন করা যায় কি না সেই দিকটাও খতিয়ে দেখছিলেন স্মিথ-ওয়ার্নারদের আইনি পরামর্শদাতারা৷ অন্তত বোর্ডের কাছে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চেয়ে আবেদন করতেই পারতেন স্মিথরা৷ কিন্তু সেই রাস্তায়ও হাঁটছেন না অজি অধিনায়ক৷ দোষ স্বীকার করে নেওয়ার পর এবার মাথা পেতে শাস্তি গ্রহণ করলেন স্মিথ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *