BRAKING NEWS

প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিএসই-র কাজকর্মে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট, খারিজ প্রত্যেকটি আবেদন

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিএসই-র কাজকর্মে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট| প্রশ্ন ফাঁস সংক্রান্ত প্রত্যেকটি আবেদন খারিজ করে দিয়ে বুধবার এমনটাই জানিয়ে দিল সর্বোচ্চ আদালত| পাশাপাশি শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, পুনরায় পরীক্ষা নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র সিবিএসই-র|

সিবিএসই পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে দ্বাদশ শ্রেণির অর্থনীতি এবং দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেয় সিবিএসই|সিবিএসই-র আচমকা এই সিদ্ধান্তের জেরে গত কয়েকদিন ধরে পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয় রাজধানী| বিক্ষোভের মধ্যেই সিবিএসই-র তরফে ঘোষণা করা হয়, আগামী ২৫ এপ্রিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা ফের নেওয়া হবে| পুনরায় পরীক্ষা নেওয়ার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক ও পড়ুয়া| বুধবার প্রত্যেকটি আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত|

প্রসঙ্গত, আগামী ২৫ এপ্রিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা পুনরায় নেওয়া হবে| কিন্তু, নতুন করে দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা নেওয়া হবে না| যদিও দিল্লি এনসিআর এবং হরিয়ানার স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের খাতা খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছে সিবিএসই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *