BRAKING NEWS

ইউটিউব সদর কার্যালয়ে মহিলা বন্দুকধারীর হামলায়, আহত ৪

ক্যালিফোর্নিয়া৪ এপ্রিল (হি.স.) : বন্দুকধারী মহিলার হামলা এবার ইউটিউবের সদর দফতরে। গুলিতে মারাত্মক আহত হয়েছেন ৩ জন। এছাড়াও পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গোঁড়ালিতে গুরুতর আঘাত পান। সব মিলিয়ে ৪ জন এই হামলায় আহত হয়েছেন। পুলিশের হাতে ধরা পড়ার আগেই আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। পুলিশ সূত্রে বন্দুকবাজ মহিলার পরিচয় জানা গিয়েছে। মৃত বন্দুকবাজের নাম নাসিম আখডাম। খবরে প্রকাশসিলিকন ভ্যালির কাছে সান ব্রুনোয় রয়েছে ইউটিউবের হেডকোয়ার্টার। পুলিশ সূত্রে জানা গেছেমঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে পুলিশের কাছে একটি ফোন আসে। বলা হয় সান ব্রুনোর ৯০১ চেরি অ্যাভিনিউয়ে ইউটিউবের হেডকোয়ার্টারে গুলি চলছে। দুমিনিটের মধ্যে পুলিশ সেখানে পৌঁছে যায়। হামলাকারীকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু হয়। তবে এই গোলাগুলির বিষয়ে এখনও বিস্তারিত কোন তথ্য জানাতে পারেনি পুলিশ। ইউটিউবের এই কার্যালয়ে প্রায় ১৭০০ কর্মী কাজ করে। সূত্রের খবর মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান বার্নোর ইউটিউবের সদর দফতরে ঢুকে পড়েন এক মহিলা। নীচের তলায় ডাইনিং এলাকার মধ্যে ঢুকে গুলি চালাতে শুরু করেন। সূত্রের খবরএকটি শর্ট গান থেকেই ওই গুলি চালানো হয়। তবে কেন ওই মহিলা গুলি চালালেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।ইউটিউবের এক কর্মী ভাদিম লাভরুলিক ট্যুইট করেছেন, ‘মনে হচ্ছিল ক্যাম্পাসে কোনও জঙ্গি ঢুকেছে। ফায়ার অ্যালার্ম বেজে ‌যাচ্ছিল। সবাই দ্রুত অফিস থেকে বেরিয়ে পড়লাম।’ প্রোডাক্ট ম্যানেজার টড শেরম্যান ট্যুইট করেছেন, ‘গুলির শব্দ পেয়ে আমরা সবাই উপরতলা থেকে নীচে নেমে আসছিলাম। নীচে এসে দেখলাম মেঝেতে রক্ত পড়ে রয়েছে।’ টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। লেখেন, ‘ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোয় ইউটিউবের হেডকোয়ার্টারে হামলার কথা জেনেছি। আহতদের জন্য আমাদের প্রার্থনা রইল। আমাদের ল এনফোর্সমেন্ট অফিসারদের ধন্যবাদ।’ ল এনফোর্সমেন্ট সূ্ত্রে জানানো হয়েছে,পারিবারিক সমস্যার কারণেই মহিলা এই হামলা করেছে। তবে এটি কোনও জঙ্গি হামলা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *