BRAKING NEWS

এসসি ও এসটি আইনে আগের নির্দেশিকা বহাল রাখল সুপ্রিম কোর্ট, রায় পুনর্বিবেচনার আশ্বাস

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): এসসি ও এসটি আইনে আগের নির্দেশিকা বহাল রাখল সুপ্রিম কোর্ট| মঙ্গলবার পূর্ববর্তী নির্দেশিকায় কোনও স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত| সর্বোচ্চ আদালত জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে বিস্তারিত জবাব দিতে হবে কেন্দ্রকে| তবে, আগের নির্দেশিকা পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত গত ২০ মার্চ রায় দিয়েছিল, তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের উপর অত্যাচার বন্ধের যে আইন রয়েছে, তা সরকারি কর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে| তাই এখন থেকে আর নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই আইনে কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করা যাবে না| তফশিলি জাতি ও উপজাতির উপর অত্যাচারের কোনও মামলা দায়ের করার আগে সেই ঘটনা ডিএসপি পর্যায়ের কোনও আধিকারিককে দিয়ে তদন্ত করাতে হবে| এছাড়া এই ঘটনায় অভিযুক্ত কোনও সরকারি আধিকারিককে গ্রেফতারের আগে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে| শীর্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধে ২ এপ্রিল, সোমবার ভারত বনধের ডাক দিয়েছিল পিস্যান্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি, সিটু, জাতি অন্ত সংঘর্ষ সমিতি, রাষ্ট্রীয় সেবা দল, ন্যাশনাল দলিত মুভমেন্ট ফর জাস্টিস সহ বিভিন্ন সংগঠন| সোমবার ভারত বনধে হিংসাত্মক আন্দোলন ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন রাজ্যে|
মঙ্গলবার সেই এসসি ও এসটি আইন নিয়ে শুনানিতে শীর্ষ আদালত জানায়, আগের রায় বহাল থাকবে| তবে, আগামী ১০ দিনে তা পুনর্বিবেচনা করবে আদালত| আগামী দু’দিনের মধ্যে আদালতে লিখিত আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে| সর্বোচ্চ আদালতের বিচারপতিরা জানান, ‘আদালত এই আইনের বিরুদ্ধে নয়| কিন্তু, আইনের কারণে নিরপরাধ মানুষ যাতে কোনও শাস্তি না পান বা তাঁদের হেনস্থা না হয় তা নিশ্চিত করাই আদালতের উদ্দেশ্য| সাধারণ কর্মচারীদের ভয় দেখানোর জন্য এই আইন ব্যবহার করা বাঞ্ছনীয় নয়| এই আইনটি একটি স্বয়ংসম্পূর্ণ আইন|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *