BRAKING NEWS

মানহানি মামলা : জেটলির কাছে ক্ষমা চাইলেন কেজরিওয়াল সহ চারজন আপ নেতা

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): মানহানি মামলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে ক্ষমা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| শুধু অরবিন্দ কেজরিওয়াল নন, জেটলির কাছে ক্ষমা চেয়েছেন আম আদমি পার্টি (আপ)-র নেতা সঞ্জয় সিং, আশুতোষ এবং রাঘব ছাদাও| এদিকে, কেজরিওয়ালদের ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছেন অরুণ জেটলিও| অরুণ জেটলির কাউন্সেল এম ডোগরা জানিয়েছেন, ‘অরুণ জেটলি তাঁদের ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছেন| সিভিল মামলায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম আমরা এবং ফৌজদারি মামলায় পাটিয়ালা হাউস কোর্টে|’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে একসময় দিল্লি ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন কেজরিওয়াল| আপ সুপ্রিমোর অভিযোগ, সভাপতি থাকাকালীন অরুণ জেটলি বোর্ড তহবিল থেকে অর্থ নয়ছয় করেছেন| এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জেটলি| যা পরে আরও কদর্য চেহারা নিতে থাকে| আদালতে কেজরিওয়ালের আইনজীবী রাম জেঠমালানি কুরুচিকর মন্তব্য করেন জেটলিকে উদ্দেশ্য করে| যার প্রেক্ষিতে কেজরিওয়ালের বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা করেন জেটলি|
অবশেষে মানহানির মামলায় ক্ষমা চাইলেন কেজরিওয়াল সহ চারজন আপ নেতা| পয়লা এপ্রিল লেখা ওই চিঠিতে কেজরিওয়াল লিখেছেন, ‘আমার কারণে আপনার ও আপনার পরিবারের যে সম্মানহানি হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি|’ চিঠিতে কেজরিওয়াল আরও লিখেছেন, আদালতে দাঁড়িয়ে জেটলিকে উদ্দেশ্য করে রাম জেঠমালানি যে কুরুচিকর মন্তব্য করেছিলেন তা কেজরিওয়াল তাঁকে (রাম জেঠমালানি) মোটেও বলতে বলেননি|
তবে এই প্রথম নয়, এর আগে চিঠি লিখে বেশ কিছু রাজনৈতিক নেতার কাছে ক্ষমা চেয়েছেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল| সম্প্রতি পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিক্রম সিং মাঝিতিয়ার কাছেও ক্ষমা চেয়েছেন কেজরিওয়াল| এদিকে, কেজরিওয়ালের বারবার ক্ষমা চাওয়া প্রসঙ্গে আপ সুপ্রিমোকে আক্রমণ করেছেন আম আদমি পার্টির প্রাক্তন নেতা অঞ্জলি দমানিয়া| কেজরিওয়ালকে একহাত নিয়ে অঞ্জলি বলেছেন, কী কারণে তিনি ২০ জন ‘দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার’ নাম প্রকাশ্যে এনেছিলেন, যদি ক্ষমাই চাইবেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *