BRAKING NEWS

বাংলাদেশের সাথে ত্রিপুরার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ বাংলাদেশের সাথে ত্রিপুরার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীদিনেও বজায় থাকবে৷ সোমবার বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলা কার্যালয়ের উদ্যোগে রবীন্দ্র ভবনে বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর শৈশব জীবনের স্মৃতিচারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ বীর সেনানীদের স্মরণে শ্রদ্ধা জানান৷ শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু মুজিবর রহমানকে৷ সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দেশের সমস্ত নাগরিকদের প্রতিও তিনি শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, আগামীদিনেও বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সরকার আন্তরিকভাবে তৎপর থাকবে৷ তাঁর বক্তব্য, এরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাওয়ার পূর্বে নিজের মায়ের আশীর্বাদ নেওয়ার আগেই ফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পেয়েছেন৷ তিনি জানান, সেই সময়ই দু’দেশের আত্মিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়৷

তাঁর কথায়, ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সাথে আমার মায়ের মতো সম্পর্ক৷ এ সম্পর্ককে তিনি শ্রদ্ধার সঙ্গে আরও দৃঢ় রাখতে চান৷ মুখ্যমন্ত্রীর দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, দেশের উন্নয়নেয় একমাত্র মাধ্যম যুব সমাজ৷ দেশকে যুব সমাজের শক্রির বলেই এগিয়ে নিয়ে যেতে হবে৷ বাংলাদেশেও সেই যুব শক্তি রয়েছে, যারা দেশকে আরও উন্নত সোপানে পৌছে দিতে পারে৷ যা এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করে দেখিয়েছেন৷ অনুষ্ঠানে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্বদ্যিালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ সহকারী হাইকমিশনার মহম্মদ সাখাওয়াত হোসেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *