BRAKING NEWS

লোকসভা নির্বাচনের লক্ষ্যে রাম মাধবের টনিক, দলের চার স্তরীয় কমিটির নেতৃত্বদের সাথে দফাওয়ারি বৈঠক, জয় নিশ্চিত করতে নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ  ৷৷ নজর এখন ২০১৯ লোকসভা নির্বাচন৷ তাই, ত্রিপুরায় দুটি লোকসভা আসনে জয় নিশ্চিত করতে বিজেপি প্রদেশ কমিটিকে এখনই মাঠে নামার জন্য নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ তাঁর দাওয়াই, কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প ও কাজকর্মগুলি রাজ্যের সকল অংশের মানুষের কাছে পৌছে দিন৷ বিজেপি জোট সরকারের কাজের মাধ্যমে দলের প্রতি রাজ্যবাসী আস্থা আরোও বাড়িয়ে তুলুন৷ রবিবার একদিনের ঝটিকা সফরে এসে চারস্তরিয় বৈঠক করে গেছেন রাম মাধব৷

এদিন সকালে রাজ্যে এসেই বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, আইনমন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিক এবং সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্যের সাথে রাম মাধব৷ সূত্রের খবর, বিজেপি নেতৃবৃন্দ এবং মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীসভার অন্য দুই সদস্যকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তিনি৷ ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় প্রকল্পগুলির সুফল রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার রূপরেখাও নির্নয় করে দিয়েছেন তিনি৷ পাশাপাশি, পূর্বতন সরকারের আমলে কেন্দ্রীয় প্রকল্পের রাজ্যবাসী কিভাবে বঞ্চিত হয়েছেন তাও জনসমক্ষে তুলে ধরার জন্য পরামর্শ দিয়েছেন রাম মাধব৷

দ্বিতীয় পর্যায়ে বিজেপির সর্বভারতীয় সম্পাদক দলের প্রদেশ কোর কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন৷ এই বৈঠকে সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ রাম মাধব সংগঠনকে তৃণমূল স্তর পর্যন্ত আরোও শক্তিশালী করার জন্য নির্দেশ দিয়েছেন৷ সূত্রের খবর, ২০১৮ বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনার ভিত্তিতে খামতি গুলি খঁুজে বের করে সংগঠনকে আরোও মজবুত করার জন্য নির্দেশ দিয়েছেন রাম মাধব৷ তৃতীয় পর্যায়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন৷ বৈঠকে নিজ নিজ বিধানসভা এলাকায় কেন্দ্রীয় প্রকল্প জনগনের কাছে পৌঁছে দেবার পাশাপাশি পূর্বতন সরকারের ঘাঁটতিগুলি তুলে ধরার জন্য দলীয় বিধায়কদের নির্দেশ দিয়েছেন৷ শুধু তাই নয়, সারা রাজ্যে পূর্বতন সরকারের আমলে দুর্নীতি গুলিও খঁুজে বের করার জন্য দলীয় বিধায়কদের বলেছেন রাম মাধব৷

এদিন তিনি মন্ত্রিসভার সদস্যদের সাথেও আলাদাভাবে বৈঠক করেছেন৷ বৈঠকে রাম মাধব রাজ্যবাসীর কল্যাণে একাধিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিজেপির ভাবমুর্তি আরো উজ্জ্বল করার পরামর্শ দিয়েছেন৷ সূত্রের খবর, পূর্বতন সরকারের ব্যর্থতা এবং দুর্নীতি ইস্যুতে সারা রাজ্যে বামেদের ভাবমুর্তি আরোও কালিমালিপ্ত করার জন্য নির্দেশ দিয়েছেন রাম মাধব৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের আমলে বহু দুর্নীতি হয়েছে৷ সেইগুলি খঁুজে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর শাস্তির ব্যবস্থা করতে হবে৷ পাশাপাশি দুর্নীতিগ্রস্থ আধিকারীক ও নেতাদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

এদিন রাম মাধব আইনশৃঙ্খলা ইস্যুতে কঠোর অবস্থান নিতে রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন৷ সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনও রঙ বিচার না করার জন্য তিনি বলেছেন৷ তাঁর কথায়, সন্ত্রাসের বহু অভিযোগ বিজেপির বিরুদ্ধেও উঠছে৷ এই অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় কর্মীরাও যদি যুক্ত হন, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে৷ তাঁর সাফ কথা, বিজেপির ভাবমূর্তি নষ্ট হোক এমন কোন কিছুই বরদাস্ত করা চলবে না৷ এদিন সন্ধ্যায় তিনি দিল্লি ফিরে গেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *