BRAKING NEWS

লক্ষ্য ২০১৯ লোকসভা, সোনিয়ার সাথে দিল্লীতে বৈঠকে বসছেন মমতা

অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লী, ২২ মার্চ৷৷ ১৯ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে৷ ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিরোধীদলগুলি একজোট হতে দৌঁড়ঝাপ শুরু করেছে৷ কংগ্রেসের পূর্বতন সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে বৈঠক করতে চলেছে তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২৮ মার্চ দিল্লীতে এই দুই নেত্রীর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের এক শীর্ষ নেতৃত্ব এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন৷ ঐ নেতৃত্ব আরও জানিযেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ মার্চ দিল্লীতে আসছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের নৈশভোজের আমন্ত্রণে৷ তারপর তিনি সোনিয়া গান্ধীর সাথে বৈঠক করবেন বলে খবর৷

এদিকে, সম্প্রতি বিভিন্ন রাজ্যে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট গড়েনি৷ এই বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে জোর আলোচনা হয়েছে৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  নিজে সোনিয়া গান্ধীর ডাকা নৈশভোজে আসেননি৷ যেখানে কুড়িটি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঐ নৈশভোজে যোগ দিতে পাঠিয়েছিলেন৷

তারপরই আশ্চর্যনক ভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি তথা টিআরএস নেতা এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রেেশখর রাওয়ের সাথে কলকাতায় বৈঠক করেছেন তৃতীয় ফ্রন্ট গঠন নিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর বিরুদ্ধে৷ এখন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ইউপিএ এবং তৃতীয় ফ্রন্ট দুটিতেই নিজের অংশগ্রহণ৷ যেহেতু তিনি জানেন, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানকে রুখতে হলে কংগ্রেসের সাথে তৃণমূলরে ঘনিষ্ঠতা রাখা আবশ্যক৷ শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আসন্ন সাধারণ নির্বাচনে বিরোধীদের একজোট হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে যেতে চাইছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *