BRAKING NEWS

রাষ্ট্রপতি সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৯ মার্চ৷৷   দিল্লি গিয়ে রাষ্ট্রপতি সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেছেন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী৷ সোমবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যবাসীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি৷ পাশাপাশি রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়েও রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী৷

এদিন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি ছাড়াও দেখা করেছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাবড়েকর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী অন্তত কুমার, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় অসামরিক পরিবহন রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহার সাথে দেখা করেছেন৷ পাশাপাশি বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অমিত শাহের সাথেও মুখ্যমন্ত্রী দেখা করেছেন৷

এদিন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রাজ্যের শিক্ষা ক্ষেত্রে প্রসারের জন্য সবরকম সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন৷ কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার পাশাপাশি রাজ্যে পিপিপি মডেলে ত্রিপল আইটি গঠনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷ সর্বশিক্ষার শিক্ষকদের বেতন নিয়েও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে৷ এছাড়া রাজ্যের বিদ্যালয় গুলির শিক্ষকদের গুণমান বাড়াতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রকাশ জাভরেকর৷

এদিকে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীও রাজ্যকে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন৷ পাশাপাশি অগ্রাধিকারের ভিত্তিতে ২৪১ কোটি টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করেছেন তিনি৷ কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রীও রাজ্যকে সবসরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন৷ রাজ্যের উন্নয়নে এবং কর্মসংস্থানের লক্ষ্যে সিআইপিইটি প্রজেক্ট গড়ে তোলার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী এই প্রজেক্টে আর্থিক অনুদানের ধরন ৫০ঃ৫০ অনুপাতের বদলে ৯০ঃ১০ অনুপাতে রাখার অনুরোধ জানিয়েছেন৷ এদিকে জনঔষুধি কাউন্টারের মাধ্যমে জেনেরিস ওষুধ সরবরাহের নিশ্চিয়তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী সিএন্ডএফ এজেন্ট নিয়োগের আশ্বাস দিয়েছেন৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন রাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে আগরতলা বিমানবন্দরের নাম বীরবিক্রম কিশোর মানিক্য বিমান বন্দরে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *