BRAKING NEWS

রাজ্যে বিনিয়োগ বাড়াতে দক্ষ কর্মীর অভাব দূর করা হবে ঃ প্রযুক্তিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে কর্মসংস্থান এবং স্বনির্ভরতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ কিন্তু, দক্ষ কর্মীর অভাবে অনেকেই রাজ্যে বিনিয়োগ করতে চাইবেন না৷ তাই, রাজ্যের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে স্ক্রিনিংয়ের মাধ্যমে কয়েকজনকে বাছাই করে রাজ্য সরকারের স্পন্সরে বহির্রাজ্যের নামী সংস্থায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে৷ যাতে, তাঁরা ফিরে এসে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে অন্যদের দক্ষতা বাঁড়াতে সহযোগিতা করতে পারেন৷ তখন, অনেকেই রাজ্যে তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইবেন৷ সোমবার মহাকরণে একথা জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী সুদীপ রায় বর্মন৷

এদিন তিনি তথ্য ও প্রযুক্তি দপ্তরের সাথে রাজ্যের তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন৷ ওই বৈঠকে বেঙ্গালুরুর একটি নামী সংস্থার কর্ণধার অনিল পান্ডেও উপস্থিত ছিলেন৷ বৈঠকে আলোচনায় উঠে এসেছে, রাজ্যের মূল সমস্যা হল দক্ষ কর্মীর অভাব৷ ডিগ্রিধারী বেকার অনেক রয়েছেন, কিন্তু তাঁদের মধ্যে দক্ষতার যথেষ্ট অভাব রয়েছে৷ ফলে, বিনিয়োগকারীরা এরাজ্যে আসতে চাইবেন না, কারণ দক্ষ কর্মীর অভাবে কাজ করাই দায় হবে৷

তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর কথায়, এনআইটি, টিআইটি সহ দুটি বেসরকারী কলেজ থেকে কারীগরিবিদ্যায় উত্তীর্ণদের স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাই করা হবে৷ যাঁরা ইতিমধ্যে কোন সংস্থায় কাজ করছেন তাঁদের মধ্যে থেকেও স্ক্রিনিং করা হবে৷ বাছাই করার পর তাঁদের বহির্রাজ্যে নামী সংস্থায় প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠানো হবে৷ শর্ত রেখেই রাজ্য সরকার স্পন্সর করবে৷ কারণ, তাঁদের প্রশিক্ষণের সমস্ত ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে৷ তাই, প্রশিক্ষণ শেষে রাজ্য সরকারের জন্যই তাঁদের কাজ করতে হবে৷ মন্ত্রী জানান, প্রশিক্ষণ শেষে রাজ্যে ফিরে আসার পর তাঁদের বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে বেকারদের দক্ষতা বিকাশের দায়িত্ব দেওয়া হবে৷

তাঁর কথায়, স্টার্টআপ ইন্ডিয়া প্রজেক্টের অন্তর্গত বিনিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার সবরকম সহায়তা দেবে৷ বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাইতে কনক্লেভে রাজ্য অংশ নেবে৷ তাঁর বক্তব্য, রাজ্যে দক্ষ কর্মী অভাব মিটলে বিনিয়োগের দরজা খুলে যাবে৷ কারণ, রাজ্যে হাইস্পিড ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং অফিস খোলার জন্য বিনামূল্যে জায়গার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার৷ তাঁর দাবি, বহির্রাজ্যে কর্মরত অনেকেই রাজ্যে ফিরতে চাইছেন৷ তিনি জানান, বিনিয়োগকারীদের বিশেষ ভর্তূকীর ব্যবস্থাও করবে রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *