BRAKING NEWS

আর্থিক সংকট নিরসনে রাজ্যকে সাহায্যের আশ্বাস কেন্দ্রের, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে রাজ্যের সমস্যা জানালেন মুখ্যমন্ত্রী

অভিজিৎ রায় চৌধুরী৷৷ নয়াদিল্লি, ১৯ মার্চ ৷৷ আর্থিক সংকট রাজ্য পরিচালনায় সবচেয়ে বড় সমস্যা৷ তা বুঝতে পেরে কেন্দ্রের দরবারে ছঁুটে

সোমবার নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী বিপল্ব দেব৷ ছবি-পিআইবি৷

গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ সাথে গেছেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে রাজ্যের সমস্যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আর্থিক সংকট নিরসনে রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার৷

সোমবার সকালে পার্র্লমেন্ট হাউসে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ প্রধানমন্ত্রীর সাথে তাঁদের স্বপ্ল সময়ের বৈঠকের সাক্ষাতের সূচি ছিল৷ কিন্ত তাঁদের মধ্যে প্রায় ৪৫ মিনিট আলোচনা হয়েছে৷ প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা রাজ্যের আর্থসামাজিক মানোন্নয়নে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন৷

এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেছেন৷ বিশেষ করে সপ্তম বেতন কমিশন এবং ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতিগুলি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পূরণ করার বিষয়েও আলোচনা হয়েছে৷ তাছাড়া রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রকে আরোও উন্নত করার লক্ষ্যে এবং বৃহত্তর স্বাস্থ্য পরিষেবা প্রদানে এইমসের আদলে সুপারস্পেশালিটি হাসপাতাল গড়ে তুলার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার খুবই বেহাল দশা৷ ফলে, রাজ্যের মানুষ চিকিৎসার জন্য বহিরাজ্যে যাচ্ছেন৷ তিনি প্রধানমন্ত্রীকে বলেন, ত্রিপুরায় এইমসের আদলে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠলে রাজ্যবাসীর পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বহু রোগী যারা ভারতে এসে চিকিৎসা করাচ্ছেন তাঁরাও উপকৃত হবেন৷

এদিন বিশেষ করে মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনৈতিক অবস্থা প্রধানমন্ত্রীকে স্ববিস্তারে জানিয়েছেন৷ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে অর্থের খুবই প্রয়োজন, সে বিষয়েও আলোচনা হয়েছে৷ বিশেষ করে সপ্তম বেতন কমিশন লাগু করার ক্ষেত্রে বিশেষ প্যাকেজের খুবই প্রয়োজন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য পরিচালনায় নতুন সরকারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী৷

এদিকে, এদিন বিকেলেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী  ও উপমুখ্যমন্ত্রী৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে রাজ্যের অর্থনৈতিক অবস্থা সম্পর্কিত একটি রিপোর্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের ঘাড়ে দেনার বোঝা এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সাহায্যের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

এদিন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের সুপারিশে স্পেশাল প্ল্যান এসিস্টেন্সের অধীন সাড়ে তিনশো কোটি টাকা শীঘ্রই মঞ্জুর করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন৷

রাজ্যকে চাঙ্গা করে তুলতে এখন অসমাপ্ত এবং নতুন কিছু পদক্ষেপের জন্য অতিরিক্ত অর্থের বিশেষভাবে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ জানা গেছে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে কোন সমস্যার জন্য দুশ্চিন্তাগ্রস্থ না হওয়ার পরামর্শ দিয়েছেন৷ রাজ্য পরিচালনায় আর্থিক এবং অন্যান্য সাহায্য কেন্দ্রের তরফে ঢালাও ভাবে করা হবে৷ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অনেকটাই আত্মবিশ্বাসী মনে হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *